উৎসবের আমেজে গোপালগঞ্জে ছাত্র-যুব মতুয়া মহাসম্মেলন কাল

প্রকাশিতঃ 9:47 pm | December 26, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ ছাত্র-যুব মতুয়া মহাসংঘের কাউন্সিল অধিবেশন উপলক্ষে ছাত্র-যুব মতুয়া মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামীকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় গোপালগঞ্জের কাশিয়ানীতে মহাতীর্থ শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়িতে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি মহামতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মহাসংঘের মহাসচিব শ্রী সাগর সাধু ঠাকুর।

জানা যায়, এবারের এই মহাসম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়েছে। সম্মেলনে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করবেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসংঘাধিপতি মতুয়ামাতা শ্রীশ্রী সীমাদেবী ঠাকুর। বাংলাদেশ ছাত্র-যুব মতুয়া মহাসংঘের সভাপতি শ্রীমৎ মৃত্যুঞ্জয় গোস্বামীর সভাপতিত্বে ও ঢাকা মহানগর ছাত্র-যুব মতুয়া মহাসংঘের সভাপতি শ্রী সুমন মজুমদারের পরিচালনায় সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা মহামতুয়াচার্য শ্রী অমিতাভ ঠাকুর, একই সংগঠনের সভাপতি মহামতুয়াচার্য শ্রী দেবব্রত ঠাকুর ও উপদেষ্টা মহামতুয়াচার্য শ্রী সুপতি ঠাকুর।

সম্মেলনে শ্রীশ্রী হরি লীলামৃত গ্রন্থ পাঠ করবেন খ্যাতিসম্পন্ন মাতুয়া ধর্ম দর্শন প্রচারক শ্রীমৎ নির্মল ঠাকুর। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী শ্রী অর্জুন বিশ্বাস। এছাড়া সঙ্গীত পরিবেশন করবেন উদীয়মান বাউল শিল্পী শ্রীমতি নিতু বালা।

কালের আলো/ওয়াইএ/এমকে