শীতার্তদের সঙ্গে মানবিক সেতুবন্ধ রচনায় সেনা পরিবার কল্যাণ সমিতি 

প্রকাশিতঃ 9:58 pm | December 26, 2024

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

কনকনে শীতে ঠকঠক করে কাঁপছে গরিব, দু:স্থ ও অসহায়রা। একটি গরম কাপড়ের আশায় অপেক্ষার শেষ নেই। প্রচন্ড শীত ও ঠাণ্ডা বাতাসে ওদের জীবনে নেমে এসেছে স্থবিরতা। অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষরা দিন কাটাচ্ছেন সীমাহীন কষ্টে। গরম পোশাকের অভাবে পার করছে নির্ঘুম রাত। নুন আনতে পান্তা ফুরোনো এসব মানুষের জন্য শীত যেন ভয়াবহ এক দু:সংবাদ। সক্ষমতার অভাবে গরম কাপড় কিনতে না পারা এসব মানুষের পাশে মানবিকতার পরিশুদ্ধ হৃদয় নিয়েই বরাবরের মতো এবারও পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা পরিবার কল্যাণ সমিতি (সেপকস)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর জলসিঁড়ি এলাকার শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে দরিদ্র ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনা পরিবার কল্যাণ সমিতি (সেপকস) এর পৃষ্ঠপোষক, লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান। যেকোন দুর্যোগে-দুর্বিপাকের মতোই শীতের এই কঠিন সময়েও অসহায় ও বিপন্ন মানুষের মলিন মুখে হাসি ফুটিয়েছে তাদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম। প্রকাশ ঘটিয়েছে মমত্ব ও ভালোবাসার।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর সেনা পরিবার কল্যাণ সমিতি (সেপকস) এর পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান সেপকস এর এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি মনে করেন, নিঃস্বার্থভাবে বিপদগ্রস্ত মানুষের সাহায্য ও সেবা করা মানবধর্ম। অসহায় মানুষের দুর্দিনে সাহায্য, সহানুভূতি ও সহমর্মিতার মনমানসিকতা নিয়ে পাশে দাঁড়ানো সকলেরই নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। তিনি এ ধরণের মানবিক কার্যক্রমে সহযোগিতা প্রদানের জন্য সেপকস এর সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সেনা পরিবার কল্যাণ সমিতির (সেপকস) সম্মানিত পৃষ্ঠপোষক, সেনানিবাস লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান নিজেদের গভীর দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন সময়ে নানাবিধ মানবিক কর্মযজ্ঞের মাধ্যমে সমাজের অবহেলিত ও সুযোগ সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নিশ্চয়তা আর নির্ভরতায় তাদের মন-মননে স্নিগ্ধ এক পরশ বুলিয়ে দিয়েছেন। তাঁর পৃষ্ঠপোষকতায় পরিচালিত সেপকস, সেনানিবাস লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের এমন মানবিক বৈভব সৎ ও অকৃত্রিম মানসিকতারই প্রতিফলন হিসেবে জনমনে প্রশংসা কুড়িয়েছে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেপকস এর বিভিন্ন আঞ্চলিক ও উপ আঞ্চলিক শাখাসমূহের মাধ্যমে দেশব্যাপী শীতার্ত গরিব, অসহায় ও দু:স্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। বৃহস্পতিবারে (২৬ ডিসেম্বর) এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সেনাসদরে কর্মরত উর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সহধর্মিনীরা, সেপকস ঢাকা অঞ্চলের সভানেত্রী, সেপকস ঢাকা অঞ্চলের পরিচালনা পর্ষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে