সবজির বাজার থেকে রক্ষা পাওয়া টাকা যাচ্ছে চালে
প্রকাশিতঃ 2:15 pm | December 27, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
শীতের ভরা মৌসুমে সবজির বাজারে প্রত্যাশার বেশি স্বস্তি মিলছে। তবে সেই স্বস্তি বিরক্তিতে রূপ নিচ্ছে চালের বাজারে। কম টাকায় সবজি কিনে নগরবাসী যে কয় টাকা রক্ষা করতে পারছেন, সেই টাকা বাড়তি খরচ হয়ে যাচ্ছে চালের বাজারে৷
শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের একাধিক বাজার ঘুরে এবং ক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য মিলেছে।
বাজার ঘুরে দেখা যায়, ক্রেতাদের হাতের নাগালে রয়েছে প্রায় সব সবজি। ফলে সবজির বাজারে ব্যাগ ভর্তি বাজার করা যাচ্ছে তিন থেকে চারশো টাকায়। তবে চালের বাজারে যেতেই বিরক্ত হচ্ছেন ক্রেতারা। বাজারে নতুন চাল আসার পরেও বাড়তি দাম। এ নিয়ে আপত্তি রয়েছে সাধারণ ক্রেতাদের।
মমিনুর রহমান নামে একজন ক্রেতা বলেন, ‘নতুন চাল আসছে প্রায় দুই মাস। এখনো চালের দাম কমার নাম নাই৷ উল্টো দাম বাড়তেছে। গত সপ্তাহে আটাশ চাল কিনছি ৬০ টাকায়৷ এখন ৬২-৬৩ টাকা। কেজিতে ২, ৩ টাকা কিন্তু কম না। বস্তায় ১০০-১৫০ টাকা।’
একই অভিযোগ মরিয়ম বেগমের। কম আয়ের এই নারীর খাদ্যাভাসে জায়গা করে নিয়েছে মোটা চাল। তবে সেখানেও অস্বস্তি৷ ৫৮ টাকার পাইজাম চাল কিনতে হয়েছে ৬০ টাকা কেজি দরে৷
তিনি বলেন, ‘আমগো কাছে এক কেজি চাউলে দুই টাকাও অনেক। সরকার এগুলা দেখে না ক্যান?’
বাজার ঘুরে দেখা যায়, মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৭৬ টাকা কেজি দরে। যা দুই সপ্তাহ আগেও ছিলো ৬৫ টাকা। আটাশ চাল দুই সপ্তাহ আগে ছিলো ৫৮ থেকে ৬০ টাকা। যা এখন ৬২ থেকে ৬৩ টাকা। মোটা চালের মধ্যে পাইজাম বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। গুটি চাল ৫৫ টাকা। যা গত সপ্তাহের তুলনায় কেজিতে ২-৩ টাকা হারে বেশি।
আর কেজিতে ৫ টাকা বেড়ে নাজিরশাইল এ সপ্তাহে ৮০ টাকা। হাইব্রিড ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রোপা আমনের ভরা মৌসুমে দেশের অন্যতম ধান উৎপাদনকারী জেলা নওগাঁয় গত কয়েক দিনে সরু ও মোটা চালের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা বেড়েছে। পাইকারি বাজারে সরু ও মোটা চাল প্রতি ৫০ কেজির বস্তায় বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। তবে ক্ষুদ্র চাল ব্যবসায়ী বলছেন, ৫০ কেজির প্রতি বস্তায় চালের দাম বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। এর নেতিবাচক প্রভাব পড়ছে রাজধানীসহ সারা দেশে।
কৃষি অধিদফতর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রোপা আমনের এই ভরা মৌসুমে চালের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই। তবে ব্যবসায়ীদের দাবি, বন্যায় কয়েকটি জেলায় ধানের ক্ষতি ও বিদেশ থেকে প্রয়োজনীয় চাল আমদানি কমে যাওয়ায় দাম বেড়েছে।
কালের আলো/এএমকে