সেনাবাহিনী থেকে আমান আযমীর বরখাস্ত আদেশ প্রত্যাহার

প্রকাশিতঃ 2:59 pm | December 27, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আইনি প্রক্রিয়া শেষে সেনাবাহিনী থেকে প্রয়াত জামায়াত নেতা অধ্যাপক গোলাম আযমের বড় ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীর বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ‘ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) লিখতে পারবেন।

বৃহস্পতিবার রাতে সাবেক এই সেনা কর্মকর্তার ভাই সালমান আল আজমী নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান। সেনাবাহিনীতে মেধাবী ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন আবদুল্লাহিল আমান আযমী। কর্মজীবনে তিনি বিভিন্ন পদক ও পুরস্কারে ভূষিত হন। ২০১৬ সালের ২৩ আগস্ট নিখোঁজের পর চলতি বছরের ৫ আগস্ট সরকার পতনের পরেরদিন আয়নাঘর থেকে মুক্ত হন সাবেক এই সেনা কর্মকর্তা। সেসময় সংবাদ সম্মেলনে নিজের বরখাস্তের আদেশ প্রত্যাহারে আইনি লড়াই চালাবেন বলে জানান। ২০০৯ সালের ২৩ জুন ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীকে।

ভাইয়ের বরখাস্তের আদেশ প্রত্যাহারের খবর নিজের ফেসবুকে পোস্ট করে সালমান আল আজমী লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের সেনাবাহিনী থেকে বরখাস্তের আদেশ বাতিল হয়েছে। এখন তিনি আনুষ্ঠানিকভাবে ‘ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবদুল্লাহিল আমান আযমী’। এই দীর্ঘ সময় ধরে সবাই যেসব দোয়া করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।”

তবে এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

কালের আলো/ডিএইচ/কেএ