নাটোরে ১০০ প্রতিবন্ধী ব্যক্তি পেল কম্বল
প্রকাশিতঃ 4:02 pm | December 27, 2024
নাটোর প্রতিনিধি, কালের আলো:
নাটোরে স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লিভ-এর পক্ষ থেকে ১০০ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার(২৭ ডিসেম্বর) সকালে নাটোর সদর উপজেলার লালমনিপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র বিতরণ করেন নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব রহমান।
আর্ন অ্যান্ড লিভ-এর পরিচালক লন্ডন প্রবাসী সমাজসেবী ফরিদা ইয়াসমিন জেসির তত্ত্বাবধানে ১২টি গ্রাম থেকে ১০০ দুঃস্থ প্রতিবন্ধীর হাতে একটি করে কম্বল বিতরণ করা হয়।
প্রতিবন্ধী শরিফুল ইসলাম বলেন, আমরা যারা প্রতিবন্ধী, তাদের খুবই কষ্টের জীবন। আর্ন অ্যান্ড লিভ যে এই তীব্র শীতে আমাদের কষ্টের কথা ভেবে কম্বল দিয়েছে, এটা খুবই ভালো কাজ।
আরেক শারীরিক প্রতিবন্ধী আক্কাস আলী বলেন, আমরা জানি শীতের কী কষ্ট। তাই একটি কম্বল আমাদের মতো গরীব মানুষের কাছে সোনার চেয়ে দামি জিনিস।
এ সময় উপস্থিত ছিলেন – সাবেক ইউপি সদস্য মোবারক হোসেন, আব্দুল মান্নান, কামরুল ইসলাম, আবুসামা, আফতাব সরকার, ফজলুল হক, বাংলা টিভির সাংবাদিক মেহেদী হাসান বাবু প্রমুখ।
কালের আলো/এএমকে