অ্যানফিল্ডে সেঞ্চুরি করে সালাহ এখন লিগ জিততে চান
প্রকাশিতঃ 6:52 pm | December 27, 2024
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বড়দিনের পরের দিন অর্থাৎ ২৬ ডিসেম্বর বক্সিং ডে তে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি- এই তিন বড় দলই পয়েন্ট হারিয়েছে। তবে যথারীতি জয়রথ ছুটিয়েছে লিভারপুল। লেস্টার সিটির বিপক্ষে ম্যাচটি সহজেই জিতে নিয়েছে আর্নে স্লটের শিষ্যরা। ৩-১ গোলের জয়ে ১৭ ম্যাচে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৪২।
প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা চেলসি লিভারপুলের চেয়ে ম্যাচ একটি বেশি খেলেছে। ব্লুজদের পয়েন্ট ৩৫। ৩-১ গোলের জয়ে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পয়েন্ট ব্যবধানটা আরও বাড়িয়ে নিয়েছে অল রেডরা। এদিকে লেস্টারের বিপক্ষে ম্যাচ দিয়ে দারুণ এক রেকর্ড গড়েছেন মোহামেদ সালাহ।
লিভারপুলের জয়ের পথে ম্যাচের ৮২ মিনিটে দারুণ এক গোল করে ব্যবধান ৩-১ করেন সালাহ। এই গোলের সুবাদে প্রিমিয়ার লিগে ৮ম খেলোয়াড় হিসেবে ঘরের মাঠে ১০০ গোল করার রেকর্ড গড়েছেন সালাহ।
ঘরের মাঠে গোলের সেঞ্চুরি করার পর সালাহ জানিয়েছেন, এবার লিগ শিরোপা জিততে চান তিনি। সালাহ বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দলের জয়। এটা দারুণ ব্যাপার। আমরা এখন প্রত্যেকটি ম্যাচে আলাদা করে মনোযোগ দিচ্ছি। আশা করি এ যাত্রা অব্যাহত রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘তবে সবচেয়ে জরুরি ব্যাপার হচ্ছে আমাদের পা মাটিতে রাখতে হবে। আশা করি আমরা ক্লাবের জন্য প্রিমিয়ার লিগ জিততে পারব এবং এটা এমন কিছু যা আমি স্বপ্ন দেখি।’
কালের আলো/এএমকে