অন্তর্বর্তী সরকারকে যেকোনও মূল্যে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: জোনায়েদ সাকি

প্রকাশিতঃ 10:51 am | December 28, 2024

কুমিল্লা প্রতিনিধি, কালের আলো:

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘রাজনৈতিকভাবে আমাদের এমন একটি ক্ষমতা কাঠামো দরকার, যেখানে ভারসাম্য ও জবাবদিহিতা দিতে হবে। কিন্তু আমরা বিগত সময়ে দেখেছি সংবিধানের ঊর্ধ্বেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা। কোনও জবাবদিহিতা ছিল না। জবাবদিহিতাহীন ক্ষমতার পথ ধরেই বাংলাদেশের ফ্যাসিবাদ কায়েম হয়েছে।’

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মিলনায়তনে গণসংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষে, কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক এই গণসংলাপের আয়োজন করে গণসংহতি আন্দোলন কুমিল্লা জেলা কমিটি।

জোনায়েদ সাকি বলেন, ‘৫৩ বছরে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি। বরং দেশ উল্টো পথে চলেছে। ফ্যাসিবাদ থেকে দেশকে রক্ষা করতে ছাত্র-জনতা, জুলাই-আগস্ট বিপ্লবে আত্মাহুতি দিয়েছে। ১৬০০ ছাত্র-জনতা, শ্রমজীবী মানুষ শহীদ হয়েছে, ৫০০ জন অন্ধত্ব বরণ করেছে, ৫০ হাজার আহত হয়েছে। বিপুল সংখ্যক এ আত্মাহুতির দায় আমাদের বহন করতে হবে। তাদের ঋণ শোধ করতে হবে।’

তিনি বলেন, ‘সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে যেকোনও মূল্যে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে।’

গণসংহতি আন্দোলন, কুমিল্লা জেলা আহ্বায়ক ইমরাদ জুলকারনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, ভাসানী অনুসারী পরিষদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহের হোসেন, কুমিল্লা মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য হাসান মারুফ, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ প্রমুখ।

কালের আলো/এএমকে