নীতীশ-সুন্দরের ব্যাটে লড়ছে ভারত

প্রকাশিতঃ 11:02 am | December 28, 2024

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৭৪ রানে অলআউট হওয়ার পর ভারত দ্বিতীয় দিন শেষ করে ৫ উইকেটে ১৬৪ রানে। রিশব পন্ত-রবীন্দ্র জাদেজা জুটি তৃতীয় দিনের ব্যাতিংয়ে নেমে সুবিধা করে ওঠতে পারেননি। ২৮ রানে পন্ত আর জাদেজা ১৭ রান করে সাজঘরে ফিরলে বিপদ ঘনীভূত হয় সফরকারীদের। তবে রোহিত শর্মাদের বাঁচিয়েছে ওয়াশিংটন সুন্দর-নীতীশ কুমার রেড্ডির জুটি। এ জুটিতেই ফলো অন এড়িয়ে এখনো লড়ছে ভারত।

দলীয় ২২১ রানে জাদেজা আউট হলে চাপে পড়ে ভারত। তবে অজি বোলারদের দেখেশুনে খেলে এ চাপ সামলে ওঠেছেন সুন্দর-নীতীশ জুটি। দুজনে মিলে জুটি গড়ে দলের স্কোরবোর্ডে রান বাড়িয়েছেন।

এ জুটি ভাঙতে অজি বোলারদের নেয়া সকল প্রচেষ্টাই বৃথা গেছে। এমনকি নতুন বলেও মিচেল স্টার্ক-প্যাট কামিন্সদের বিন্দুমাত্র সুযোগ দেননি ভারতীয় এই দুই ব্যাটার।

অজি বোলারদের সামলে দলীয় সংগ্রহ বাড়ানোর পাশাপাশি ব্যক্তিগত অর্ধশতকও তুলে নিয়েছেন নীতীশ। তিনি আছেন সেঞ্চুরির পথে। তাকে যোগ সঙ্গ দেয়া ওয়াশিংটন আছেন ফিফটির পথে। এ দুজন মিলে ১০৫ রানের অপরাজিত জুটি গড়েছেন, বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে এই জুটির সুবাদেই ফলো অন এড়িয়েছে ভারত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ উইকেটে ৩২৬ রান, ভারত পিছিয়ে আছে ১৪৮ রানে।

কালের আলো/এএমকে