অবরুদ্ধ শাহবাগ: রোগীসহ পথচারীদের ভোগান্তি চরমে

প্রকাশিতঃ 4:22 pm | December 29, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেশের তিনটি প্রধান হাসপাতালসহ রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়গুলোর একটি শাহবাগ। তবে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে নানা আন্দোলনের কেন্দ্রবিন্দুতেও পরিণত হয় স্থানটি। ভাতা বাড়ানোর দাবিতে চিকিৎসকদের আন্দোলনের কেন্দ্রও শাহবাগ।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল থেকেই গুরুত্বপূর্ণ মোড়টি দখল করেছেন রেখেছে পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছে রোগীসহ পথচারীরা। বারবারই অ্যাম্বুলেন্সের সাইরেনে মুখরিত হচ্ছে শাহবাগ মোড়। তবে চিকিৎসকদের অবরোধের কারণে ফিরে যেতে হচ্ছে তাদের। ভিন্ন পথে যেতে হচ্ছে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সগুলোকে।

ঢাকা মেডিকেলগামী অ্যাম্বুল্যান্সের যাত্রী আরিফ হোসেন বলেন, গাড়িতে স্ট্রোকের রোগী। ডেমরা এলাকা থেকে নিয়ে এসেছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেব। কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আসার পরেই রাস্তা বন্ধ বলে জানিয়েছে দায়িত্বরত পুলিশরা। সেখান থেকে ছেড়ে দিলেও শাহবাগ পার হতে পারিনি। বিকল্প রাস্তায় যাওয়ার পরামর্শ দিয়েছে।

এদিকে তীব্র ভোগান্তির কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ পথচারীরাও। আফজাল হোসেন নামে এক পথচারী বলেন, গুলিস্তান যাব বলে মোহাম্মদপুর থেকে বাসে উঠেছি। এখানে আসার পর দেখি রাস্তা বন্ধ। দুই দিন পরপর এখানে কোনো না কোনো আন্দোলন হয়। এর আগেও ডাক্তাররা এখানে আন্দোলন করেছে। শুনলাম তাদের ভাতা বাড়িয়ে দিয়েছে। কিন্তু আজকে দেখি আবার রাস্ত বন্ধ।

তবে এতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে গণপরিবহনের চালক ও সহকারীরা। রজনীগন্ধা পরিবহনের চালক ফজল মিয়া বলেন, রাস্তা বন্ধ দেখেই যাত্রী সব নেমে গেছে। কিন্তু আমাদের তো যাওয়ার উপায় নাই। সকাল থেকে বাস নিয়ে এখানে বসে আছি। আরও কতক্ষণ থাকতে হবে আল্লাহই জানেন।

এর আগে ৫০ হাজার টাকা ভাতার দাবিতে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় সমবেত হয় পোস্ট গ্রেজুয়েট বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা। এরপর বেলা সাড়ে ১১টা থেকে শহবাগ মোড় অবরোধ করেন প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের অবরোধ অব্যাহত রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না বলে জানিয়েছেন তারা।

কালের আলো/এএমকে