বেবিচক ও রবি আজিয়াটার মধ্যে করপোরেট চুক্তি

প্রকাশিতঃ 4:25 pm | December 29, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং রবি আজিয়াটার মধ্যে করপোরেট চুক্তি সই হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সকালে বেবিচক সদর দফতরে ছিল এ আয়োজন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির মাধ্যমে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, রবি আজিয়াটার করপোরেট সংযোগ ব্যবহারের বিভিন্ন সুবিধা যেমন— ভয়েস, ডেটা এবং আইওটি পরিষেবাসহ অত্যাধুনিক সেবা পাবে। এছাড়াও, আরও নতুন পরিষেবার সুযোগ এবং প্রযুক্তিগত সমাধান বৃদ্ধি পাবে, যা সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

বেবিচকের পক্ষে সদস্য (এটিএম) এয়ার কমোডর এ কে এম জিয়াউল হক ও রবি আজিয়াটার পক্ষে অ্যাক্সেনটেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী অফিসার আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন বেবিচক ও রবি আজিয়াটার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালের আলো/ডিএইচ/কেএ