জুলাই থেকে ৩৫ হাজার টাকা হচ্ছে ট্রেইনি চিকিৎসকদের ভাতা
প্রকাশিতঃ 5:49 pm | December 29, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিত আগামী জুলাই থেকে ৩৫ হাজার টাকা করা হচ্ছে। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী জানুয়ারি থেকে ভাতা ৩০ হাজার করা হচ্ছে।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠকের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠক সূত্র জানায়, জানুয়ারি থেকে ভাতা ৩০ হাজার ও জুলাই থেকে ৩৫ হাজার টাকা হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন, সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে আন্দোলনকারী চিকিৎসক নেতারা এই ঘোষণা মেনে নিয়েছে জানা গেলেও এখনও শাহবাগ মোড় ছাড়েনি আন্দোলনকারী চিকিৎসকরা। তারা এখনও কোনো সিদ্ধান্ত মেনে নেননি উল্লেখ করে ৫০ হাজার টাকার দাবিতে স্লোগান দিচ্ছে।
প্রশিক্ষণার্থী চিকিৎসকদের নেতারা শাহবাগে পৌঁছানোর পর আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে মঞ্চ থেকে জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা।
কালের আলো/এএমকে