সালমানের সঙ্গে বিয়ের জল্পনা, মুখ খুললেন সঙ্গীতা
প্রকাশিতঃ 6:21 pm | December 29, 2024
বিনোদন ডেস্ক, কালের আলো:
সালমান খানের ক্যারিয়ারের মতোই দীর্ঘ তার প্রেমিকার তালিকা। সেই তালিকায় রয়েছেন ঐশ্বরিয়া রাই, সোমি আলী, ক্যাটরিনা কাইফসহ আরও অনেক লাস্যময়ী। কিন্তু কারও সঙ্গেই ভাইজানের সম্পর্ক পায়নি পূর্ণতা। ফলে আজও অবিবাহিত সালমান।
তবে একবার সালমানের বিয়ে প্রায় হয়েই গিয়েছিল। কার্ডও ছাপা হয়েছিল। তারপরও ভেঙে যায়। ঘটনা শোনার পর অনেকেই ভেবে বসেছিলেন হয়তো ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে বিয়ের তারিখ পাকা করেছিলেন ভাইজান। পরে চাউর হয় তারা নাকি গোপনে বিয়েও সেরেছিলেন। তবে রাই সুন্দরী জানান এটি গুজব।
এদিকে সালমান খান জানিয়েছেন সেই পাত্রীর নাম। ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “সঙ্গীতা বিজলানির সঙ্গে আমার বিয়ের দিনক্ষণ সব পাকা হয়েছিল। এমনকি কার্ডও ছাপতে দেওয়া হয়ে গিয়েছিল। কিন্তু সেই বিয়েটা বাস্তবায়িত হয়নি।”
এবার বিষয়টি নিয়ে কথা বললেন সঙ্গীতা। সম্প্রতি ইন্ডিয়ান আইডলের একটি বিশেষ এপিসোডে উপস্থিত হয়েছিলেন তিনি। তার কথায়, হ্যাঁ এটা ঠিক। আমাদের সত্যিই বিয়ের কার্ড ছাপানো হয়েছিল। সঙ্গীতার মুখে এই কথা শুনে বিশাল জিজ্ঞাসা করেন, তারপর কী হলো?
সঙ্গীতার কথায়, ৮ বছর সম্পর্ক ছিল তাদের। কিন্তু বিয়ের এক মাস আগে হঠাৎ করেই সমস্ত পরিকল্পনা বাতিল হয়ে যায়। সঙ্গীতা সরাসরি কারোর নাম না নিলেও পাকিস্তানি অভিনেত্রী সোমি আলির জন্যই যে সমস্ত ঘটনাটি ঘটেছিল, সেটা সঙ্গীতার হাবেভাবেই স্পষ্ট হয়ে যায়।
কালের আলো/এমএএইচইউ