ময়মনসিংহের ইসলামি বইমেলায় প্রতিদিনই বাড়ছে পাঠক সমাগম
প্রকাশিতঃ 8:28 am | December 30, 2024
ময়মনসিংহ প্রতিনিধি, কালের আলো:
ময়মনসিংহে শুরু হয়েছে ১০দিন ব্যাপী ইসলামি বইমেলা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে মেলাটি। সিরাত চর্চা ও গবেষণাবিষয়ক প্রতিষ্ঠান ‘সীরাতকেন্দ্র’ এই মেলার আয়োজন করেছে। প্রতিদিনই বাড়ছে বইপ্রেমী পাঠক, লেখক ও দর্শনার্থী।
রোববার (২৯ ডিসেম্বর) বিকালে নগরীর টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলা সরেজমিনে ঘুরে এই দৃশ্যের দেখা মেলে। মেলায় বিভিন্ন বয়সী ও শ্রেণীপেশার মানুষ আসছেন। ঘুরে ঘুরে মেলায় বই দেখছেন, কিনছেন পছন্দের বই।
মেলার স্টলকর্মীরা জানিয়েছেন, সীরাত, নসীহা, দোয়া, ইতিহাস, শিশুতোষ ও পারিবারিক ধর্মীয় বইয়ের প্রতি পাঠকদের বেশি আকর্ষণ রয়েছে। মাদরাাসা শিক্ষার্থীদের পাশাপাশি স্কুল, কলেজ ও সাধারণ পাঠকদের আকৃষ্ট করার মতো পর্যাপ্ত বই রয়েছে মেলায়।
বাতায়ন পাবলিকেশনের স্টলে বিক্রেতা মো. ইমতিয়াজ আহমেদ বলেন, বছরের শেষ দিকে স্কুল ও কলেজ বন্ধ। এই সময়ে পাঠকের আনাগোনা কম। তবুও কেনাবেচা ভালোই চলছে। তবে আরও বেশি প্রচারণার দরকার ছিল।
রুহামা পাবলিকেশনের বিক্রয়কর্মী মো. মাহদী হাসান বলেন, মেলা শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই পাঠক বাড়ছে। পাঠক আসছে, বই দেখছে। আশা করছি মেলার শেষ ভাগে কেনাবেচা বাড়বে। তবে এখনও বেচাকেনা একেবারে মন্দ না। প্রতিদিনই মেলা নিয়ে প্রচারণা চলছে, এতে মানুষের আগ্রহ বাড়ছে।
আয়োজক সূত্র জানায়, আলেমদের অরাজনৈতিক সংগঠন ইত্তেফাকুল উলামা বৃহত্তম মোমেনশাহীর পৃষ্ঠপোষকতায় ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ইসলামি বইমেলা। মেলায় ৭০টির বেশি দেশের অভিজাত প্রকাশনী অংশ নিয়েছে। এতে স্টল রয়েছে ৬৮ টি। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত চলবে ইসলামি বইমেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলাপ্রাঙ্গণ।
সূত্রমতে, ২০০৭ সালে শিকড় সাহিত্য মাহফিলের আয়োজনে ময়মনসিংহে সর্বপ্রথম ইসলামি বইমেলা শুরু হয়। এরপর থেকে পর্যায়ক্রমে একের পর এক বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এরপর করোনাকালীন সময়ে টানা কয়েক বছর মেলার আয়োজন বন্ধ ছিল। করোনার পর ২০২২ সালে ময়মনসিংহের টাউন হল প্রাঙ্গণে সীরাত কেন্দ্র এই বইমেলার আয়োজন করে। এরপর থেকে মেলাটি সর্বমহলে ব্যাপক সাড়া ফেলায় প্রতি বছরই মেলার আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি।
বইমেলার অন্যতম উদ্যোক্তা মুফতি আমীর ইবনে আহমদ জানান, মেলার বিভিন্ন পর্বে প্রতিদিন উপস্থিত থাকছেন দেশের শীর্ষ আলেম, লেখক ও গবেষকরা। সাধারণ মানুষ এই বরেণ্য লেখক-গবেষকদের সান্নিধ্য সহজেই লাভ করতে পারছেন। তিনি আরও বলেন, ইসলামি বইমেলার মাধ্যমে সমাজের সর্বস্তরে জ্ঞানের শুদ্ধ আলো ছড়িয়ে পড়ুক, এই প্রত্যাশায় ইসলামি বইমেলার আয়োজন করা হয়েছে। আশা করছি সব শ্রেণীপেশার মানুষ আগ্রহ-উদ্দীপনা নিয়ে মেলায় অংশ গ্রহন করবেন।
কালের আলো/ডিএইচ/কেএ