রাজবাড়ীতে বৈষম্যবিরোধীদের সাথে বিএনপি নেতার মতবিনিময় সভা
প্রকাশিতঃ 8:32 am | December 30, 2024
রাজবাড়ী প্রতিনিধি, কালের আলো:
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। গতকাল শহরের পালকি চাইনিজ রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন— বিএনপি নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ীর এইচ এম হাসিবুল ইসলাম, মীর মাহমুদ সুজন, হৃদয়, মিরাজুল মাজেদ তূর্য, হিমেল, রাজিব মোল্লা, আশিক ইসলাম, সাদিয়া, রিয়াদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, আমরা যখন আন্দোলনে নেমেছি তখন বিরোধীদল আমাদের ওপর বিভিন্নভাবে আক্রমণ করেছে। আমাদের অনেক শিক্ষার্থী ভাই-বোন আহত হয়েছিল। যারা আক্রমণ করেছিল আমাদের ওপর তাদের নামে মামলা হলেও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে,কেও পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু তাদের গ্রেপ্তার করছে না পুলিশ। আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলায় আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশকে অনুরোধ করেন বৈষম্য বিরোধী ছাত্র-গণ আন্দোলনের নেতৃবৃন্দ। এছাড়া ফ্যাসিবাদের দোসররা যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের কাছে স্থান না পায় সেটির জন্য রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে অনুরোধ করেন তারা।
মতবিনিময় সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, উন্নত দেশগুলো উন্নত হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তের প্রেক্ষিতে। রাজনীতি যদি ঠিকঠাক মতো না চলে, রাজনীতি যদি মানুষের কল্যাণের জন্য না হয়, মানুষের মঙ্গলের জন্য যদি রাজনীতি না হয়, তাহলে সেই রাজনীতি মানুষের কল্যাণ তো আনেই না, বরং উল্টা কাজ করে। মানুষের ক্ষতি করে। ঠিক যেমন শেখ হাসিনা…১৭ বছর বাংলাদেশের অনেক ক্ষতি করেছে। আমাদের কাউকে ভোট দিতে দেয় নাই। মানুষের ভোটাধিকার হরণ করেছে। আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে, গুম করেছে, মিথ্যা মামলায় জেলে ভরেছে। তোমাদেরও জেলে ভরেছে।
তিনি আরও বলেন, রাজবাড়ী জেলাকে শেষ করে দেওয়া হয়েছে। জেলায় ভয়াবহ মাদকের বিস্তার ঘটেছে। খেলাধুলা এবং কালচারাল অনুষ্ঠান নেই বললেই চলে। রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থা ছিল সেখানেও রাজনীতি ঢুকেছিল তাই এমন অবস্থা। রাজবাড়ীতে অনেক সমস্যা রয়েছে। এগুলো একদিনে সমাধান করা যাবে না। এই সমস্যা সমাধানে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
জেলা জাসাসের সাবেক সভাপতি শেখ আব্দুর রউফ হিটুর সঞ্চালনায় মতবিনিময় সভায় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবিব, জেলা বিএনপির সদস্য এ মজিদ বিশ্বাস, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. নেকবার হোসেন মনি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাউসার মাহমুদ, মনোয়ার হোসেন মিন্টু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক উপস্থিত ছিলেন।
কালের আলো/ডিএইচ/কেএ