অবশেষে সচিবালয়ে প্রবেশের অনুমতি পেলেন সাংবাদিকরা
প্রকাশিতঃ 5:58 pm | December 30, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
অগ্নিকাণ্ডে সাময়িক বিধিনিষেধের পর সচিবালয়ে প্রবেশে অস্থায়ী স্বল্পমেয়াদি পাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার বেলা ২টা থেকে সচিবালয়ে প্রবেশের অনুমতি পান সাংবাদিকরা। বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরামের দেওয়া তালিকা যাচাই-বাছাইয়ের পর প্রবেশের অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সচিবালয়ে নিয়মিত রিপোর্টিংয়ে যুক্ত সাংবাদিকরা আজ সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে প্রবেশ করতে পারবেন বলে রবিবার জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
তবে সোমবার দুপুর পর্যন্ত সাংবাদিকরা ঢুকতে পারেননি। কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো আপডেটও দেয়নি। সাংবাদিকদের একটি তালিকা দেওয়া হয় সচিবালয়ে।
সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর গত শুক্রবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ে প্রবেশের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অস্থায়ী প্রবেশ পাস ছাড়া সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিদের) পাস বাতিল করল সরকার। এ ছাড়া সাংবাদিকদের অনুকূলে দেওয়া অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশধিকারও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে।
এরপর শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনার (কি পয়েন্ট ইন্সটেলশন-কেপিআই) নিরাপত্তা বিবেচনা করে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। সরকার দ্রুতই সাংবাদিকদের দেওয়া বিদ্যমান অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে। নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো থেকে তথ্য অধিদপ্তরের (পিআইডি) মাধ্যমে নতুন আবেদন চাওয়া হবে।
রবিবার দুপুরে সচিবালয়ে সামনে বিষয়টি নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, “সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা।
একই দিনে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতৃবৃন্দ। বৈঠকে সংগঠনের দাবির প্রেক্ষিতে সোমবার থেকে অস্থায়ী পাস দেওয়ার সিদ্ধান্ত হয়।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিএসআরএফের সদস্যসহ সচিবালয় বিটে নিয়মিত কর্মরত সাংবাদিকরা সোমবার থেকে অস্থায়ী পাসের মাধ্যমে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।
উপদেষ্টা আরও জানান, সাংবাদিকদের জন্য নতুন করে প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করবে সরকার। এ উদ্যোগ বাস্তবায়ন করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তর। এছাড়া এই কার্ড ডিজিটাল করার পরিকল্পনা রয়েছে সরকারের।
কালের আলো/এএমকে