৮৬ দিন পর স্থানীয় সরকার বিভাগে নতুন সচিব নিজাম উদ্দিন
প্রকাশিতঃ 10:19 pm | December 30, 2024
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
৮৬ দিন পর স্থানীয় সরকার বিভাগ পেয়েছে নতুন সচিব। দেশের অতি গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নতুন সচিব হিসেবে অন্তর্বর্তী সরকার বেছে নিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিনকে। সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্থানীয় সরকার বিভাগে পদায়ন করা হয়।
বিসিএস ১১ ব্যাচের কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ইতোমধ্যে নতুন দপ্তরে যোগ দিয়েছেন। সিক্ত হয়েছেন ফুলেল ভালোবাসায়। এর আগে গত ৬ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর থেকেই এই পদটি ফাঁকা ছিল। ওই সময় থেকেই স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম বাড়তি দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জানা যায়, চাকরি জীবনের দীর্ঘ পথপরিক্রমায় মো. নিজাম উদ্দিন এখন সামলাবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের সচিব হিসেবে দেশের প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের কঠিন চ্যালেঞ্জ ও গুরুদায়িত্বও স্বভাবতই তার কাঁধে। ক্লিন ইমেজের এই সচিব মেধা ও প্রজ্ঞার মাধ্যমে এই চ্যালেঞ্জ বাস্তবায়নে পাকা সড়কের মাধ্যমে সকল গ্রামকে জেলা-উপজেলা শহরের সঙ্গে সংযুক্ত করা, পর্যাপ্ত সুপেয় পানি এবং উন্নত মানের পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উন্নয়নের গর্বিত অংশীদার হতেই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অভিভাবকত্বে নিজ মন্ত্রণালয়কে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবেন সচিব নিজাম উদ্দিন, এমন অভিমত অনেকের।
এদিকে, প্রায় দু’মাস ধরে শূন্য আছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। গত নভেম্বরে এই বিভাগের সচিব শাহানারা খাতুনকে ওএসডি করা হয়। এখন পর্যন্ত এই বিভাগও শূন্য রয়েছে। এছাড়া সচিব নেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং সেতু বিভাগেও। একটি মন্ত্রণালয়ের সচিব একটি বিশেষ গুরুত্বপূর্ণ পদ। যার তদারকিতে ওই মন্ত্রণালয় বা বিভাগের কাজ তরান্বিত হয় ও গতিতে থাকে। গত কয়েক মাস এই সকল মন্ত্রণালয়গুলোতে সচিব না থাকায় কাজে ধীরগতি নেমে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কালের আলো/আরআই/এমকে