ডিএসসিসিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিসের জন্য প্রস্তুত হচ্ছে প্রায় ১০০টি কক্ষ

প্রকাশিতঃ 10:27 pm | December 30, 2024

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে রহস্যময় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। গত শনিবার (২৮ ডিসেম্বর) থেকে নগর ভবনের তিনটি ফ্লোরের বিভিন্ন কক্ষ স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জন্য পরিষ্কার করা হয়। যদিও নগর ভবনে কর্মকর্তাদের বিভিন্ন কক্ষে এই মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভাগাভাগি করে বসে কাজও শুরু করেছেন। তবে মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ কর্মকর্তাদের জন্য নগর ভবনের ১৪ ও ১৫ তলা নতুন করে সাজানো হচ্ছে। এর পাশাপাশি ১৩ তলার একাংশও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জন্য তৈরি করা হচ্ছে।

জানা যায়, গত রবিবার (২৯ ডিসেম্বর) থেকে সংশ্লিষ্টরা নিজেদের দাপ্তরিক কাগজপত্র এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কক্ষগুলোতে নিজেদের কাজের জন্য অনেকটা গুছিয়ে নিয়েছেন। গত শনিবার ঢাকার হেয়ার রোডের স্থানীয় সরকার উপদেষ্টার বাসভবনের সভাকক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাপ্তরিক কার্যক্রম চালু রাখার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের শূন্য কক্ষগুলোতে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছিলেন।

সরেজমিনে দেখা যায়, নগর ভবনের ১৩, ১৪ ও ১৫তম তলার বেশ কিছু কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বসার ব্যবস্থা করা হয়েছে। এখনও কক্ষসমূহ গোছানোতেই ব্যস্ত ব্যয় অতিবাহিত হচ্ছে। এই কক্ষগুলোও মন্ত্রণালয়ের মতো বড় নয়। তবে ছোট হলেও একই কক্ষে একাধিক বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের বসতে হচ্ছে। শতাধিক কর্মী কক্ষ প্রস্তুতের এই কাজে যুক্ত হয়েছেন। কক্ষগুলো সাজাতে গাড়িতে করে আসবাব আনা হচ্ছে। সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কাজের তদারক করছেন। করপোরেশনের অন্য কর্মকর্তাদের দপ্তরে ভাগাভাগি করে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অফিস করছেন। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ব্যবহারের জন্য একটি লিফট নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের গাড়ি পার্কিং করতে ভবনের নিচতলায় জায়গা প্রস্তুত করা হচ্ছে।

ডিএসসিসি সূত্র জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যালয়ের জন্য নগর ভবনের ১৩ তলার একাংশ এবং ১৪ ও ১৫ তলা প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে ১৪ তলায় একটি কক্ষ তৈরি করা হচ্ছে উপদেষ্টার জন্য। উপদেষ্টার কক্ষের বিপরীত পাশের আরেকটি কক্ষ প্রস্তুত করা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের জন্য। তাঁদের কক্ষে নতুন নতুন আসবাব নিয়ে আসা হয়েছে।

সিটি করপোরেশনের রাজস্ব শাখার এক কর্মকর্তা বলেন, ‘তিনটি ফ্লোরে প্রায় ১০০টি কক্ষ মন্ত্রণালয়ের কার্যক্রমের জন্য দেওয়া হয়েছে। এসব ফ্লোর থেকে অনেক মালপত্র নামিয়ে এখন আমাদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর রুমে রাখা হচ্ছে।’

ঢাকা দক্ষিণ সিটির অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয় জানান, ১৪ ও ১৫ তলার কক্ষগুলো দেড় থেকে দুই বছর পরিত্যক্ত অবস্থায় ছিল। মন্ত্রণালয়ের জন্য তাঁরা প্রায় ১০০টি কক্ষ প্রস্তুত করছেন। গত শনিবার দিবাগত রাত থেকে দিন-রাত ২৪ ঘণ্টা এসব কক্ষ প্রস্তুত করার কাজ চলছে। মঙ্গলবার সব কটি কক্ষ প্রস্তুত করা সম্ভব হবে।

কালের আলো/এমএএএমকে