প্রায় ৪৮ কোটি বিতরণ করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন
প্রকাশিতঃ 5:21 pm | December 31, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে পক্ষ থেকে এখন পর্যন্ত প্রায় ৪৮ কোটি টাকা বিতরণ করা হয়েছে। ৬৪৮ শহীদ পরিবার এবং এক হাজার ৫৮০ জন আহত ব্যক্তি মিলিয়ে মোট দুই হাজার ২২৮ জনকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সরকারি বার্তা সংস্থা বাসসকে বলেন, এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে দুই হাজার ২২৮ জনকে মোট ৪৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি জানান, জুলাই অভ্যুত্থানে শহীদ ৬৪৮টি পরিবারকে ৩২ কোটি চার লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে এবং আহত এক হাজার ৫৮০ জনকে ১৫ কোটি ৫৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকার সহায়তা প্রদান করা হয়।
প্রাথমিকভাবে প্রতিটি শহীদ পরিবারকে পাঁচ লাখ এবং আহত ব্যক্তিদের এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। গত ২ নভেম্বর থেকে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ ব্যানারে এই সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়।
কালের আলো/এএমকে