ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক বুমরা

প্রকাশিতঃ 7:28 pm | December 31, 2024

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ভারতকে মেলবোর্নে টেস্টে হারিয়ে গতকাল রোমাঞ্চকর এক জয় পেয়েছে অস্ট্রেলিয়া। রোহিত শর্মাদের হারানোর পর বর্ষসেরা টেস্ট দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে এ একাদশে জায়গা হয়নি খোদ অজি অধিনায়ক প্যাট কামিন্সেরই। তবে এ কাদশে আছেন ভারতের দুই ক্রিকেটার। আর অধিনায়কও করা হয়েছে ভারতের একজনকেই।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা দলে রয়েছেন একজন মাত্র স্পিনার। সেটা অবশ্য স্বাভাবিকও। অস্ট্রেলিয়া সচরাচর নিজেদের দেশে একজন স্পিনারেই দল সাজায়। তবে এটাও নিশ্চিত যে, একজন মাত্র স্পিনারে উপমহাদেশে টেস্ট খেলা মুশকিল। সুতরাং, ক্রিকেট অস্ট্রেলিয়ার এই দল সেনা দেশের জন্য উপযুক্ত, তবে উপমহাদেশের জন্য নয়।

বর্ষসেরা টেস্ট দলে জায়গা পেয়েছেন ভারতীয় ওপেনার যশস্বী জসওয়াল। যশস্বী অবশ্য এই দলে অটোমেটিক চয়েজ। কেননা ২০২৪ সালে ১৬টি টেস্টের ২৯টি ইনিংসে ব্যাট করে দ্বিতীয় সর্বোচ্চ ১৪৭৮ রান সংগ্রহ করেছেন তিনি। সেঞ্চুরি করেছেন ৩টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ৯টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ২১৪ রানের।

এছাড়া ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা দলে রয়েছেন টিম ইন্ডিয়া তথা আইসিসির এক নম্বর পেসার জসপ্রীত বুমরাহ। জসপ্রীত ২০২৪ সালে সব থেকে বেশি ৭১টি টেস্ট উইকেট নিয়েছেন। ২০২৪ সালে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় জসপ্রীতের ধারেকাছে কেউ নেই। আরও উল্লেখযোগ্য বিষয় হল, সারা বছরে শুধুমাত্র পার্থের একটি টেস্টে নেতৃত্ব দেওয়া বুমরাহকে বর্ষসেরা দলের ক্যাপ্টেন বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বর্ষসেরা টেস্ট দলে ভারতের দুই তারকা ছাড়া রয়েছেন ইংল্যান্ডের তিনজন ব্যাটার। যশস্বীর সঙ্গে ওপেনার হিসেবে রয়েছেন বেন ডাকেট। ২০২৪ সালে সব থেকে বেশি টেস্ট রান করা জো রুট রয়েছেন ব্যাটিং অর্ডারের তিন নম্বরে। পাঁচ নম্বরে রয়েছেন হ্যারি ব্রুক।

নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র রয়েছেন ব্যাটিং অর্ডারের চার নম্বরে। এছাড়া কিউয়ি পেসার ম্যাট হেনরি রয়েছেন সেরা একাদশে। অল-রাউন্ডার হিসেবে রয়েছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। উইকেটকিপার হিসেবে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি। এছাড়া অজি পেসার জোশ হেজেলউড রয়েছেন বর্ষসেরা দলে। সেরা একাদশে একমাত্র স্পিনার হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। পাকিস্তান, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের কোনও ক্রিকেটারের নাম বিবেচিত হয়নি বর্ষসেরা দলে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বেছে নেওয়া বর্ষসেরা টেস্ট দল-

যশস্বী জসওয়াল, বেন ডাকেট, জো রুট, রাচীন রবিন্দ্র, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ম্যাট হেনরি, জসপ্রীত বুমরাহ (ক্যাপ্টেন), জোশ হেডেলউড ও কেশব মহারাজ।

কালের আলো/এএমকে