বর্ষসেরা ওয়ানডে দলে তাসকিন
প্রকাশিতঃ 7:47 pm | December 31, 2024
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
কালের আবর্তে হারিয়ে যেতে চলেছে আরেকটি বছর। উঁকি দিচ্ছে নতুন বছর। ২০২৪ আন্তর্জাতিক ক্রিকেটে ঘটে গেছে নানান ঘটনা। কারো ব্যাটে দেখা গেছে রানের জোয়ার, কারো ব্যাটে দেখা গেছে খরা। কেউ বলহাতে আগুন ঝড়িয়েছেন, কেউ ছিলেন নিষ্প্রভ। যেখানে গত এক বছরের ওয়ানডের পারফরম্যান্স বিবেচনা করে একাদশ ঘোষণা করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় পোর্টাল ইএসপিএনক্রিকইনফো। এই একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ।
২০২৪ সালে সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট ৬৩ উইকেট তো নিয়েছেনই, ওয়ানডেতেও তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি বাংলাদেশের আর কেউ। দুর্দান্ত এই বোলিংয়ের স্বীকৃতি পেলেন এবার তাসকিন, জায়গা পেয়েছেন ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিন ক্রিকইনফো’ বর্ষসেরা ওয়ানডে দলে। ২০২৪ সালে মোট ৭ ওয়ানডে খেলে তাসকিনের শিকার ১৪ উইকেট। ওভারপ্রতি ৫.৩১ গড়ে রান দিয়েছেন, বোলিং গড় ২৩.৯২।
ওয়ানডেতে বছর শুরু করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। চট্টগ্রামে অনুষ্ঠিত সেই সিরিজের প্রথম ম্যাচে নেন তিন উইকেট, দ্বিতীয়টিতে দুটি ও শেষ ম্যাচে আবারও নেন তিন উইকেট। সব মিলিয়ে ওয়ানডে সিরিজ শেষ করেন সর্বোচ্চ ৮ উইকেট নিয়ে।
আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৫৩ রানে নেন চার উইকেট। চলতি বছর বল হাতে তাসকিনের সেরা পারফরম্যান্স এটাই। বছরের শেষ ওয়ানডে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট কিটসে। সেই ম্যাচে ৪৯ রানে এক উইকেট নেন তাসকিন।
ক্রিকইনফো বর্ষসেরা ওয়ানডে একাদশ- পাথুম নিসাঙ্কা, রহমানউল্লাহ গুরবাজ, কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), শারফেন রাদারফোর্ড, লিয়াম লিভিংস্টোন, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাসকিন আহমেদ ও হারিস রউফ।
কালের আলো/এএমকে