কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যানের চাপায় দুই জনের মৃত্যু

প্রকাশিতঃ 7:50 pm | December 31, 2024

কুষ্টিয়া প্রতিনিধি, কালের আলো:

কুষ্টিয়ার মিরপুরের সাহেবনগর এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় এক ভ্যান চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মিরপুরের বহলবাড়িয়া গ্রামের ভ্যানচালক মো. বিটু (৪০) এবং ভ্যানের আরোহী, একই উপজেলার সাহেবনগর গ্রামের গোরা সর্দার (৭০)। দুর্ঘটনায় পথচারী এক শিশু আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান কুষ্টিয়া থেকে পণ্য নিয়ে ঢাকায় যাওয়ার পথে মিরপুর উপজেলার সাহেবনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এসময় ভ্যানের চালকসহ আরোহী কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানের চালক পলাতক রয়েছে। কাভার্ড ভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে।

কালের আলো/এএমকে