সশস্ত্র বাহিনীর ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
প্রকাশিতঃ 11:06 am | January 01, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সশস্ত্র বাহিনীর ১৪ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল, লে. কর্নেল ও মেজর পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম ফয়সাল বাতেনকে এনএসআইয়ের পরিচালক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) টাউন প্লানার লে. কর্নেল মোহাম্মদ মাহমুদুর রহমান নিয়াজকে সশস্ত্র বাহিনীতে, লে. কর্নেল মোহাম্মদ আইনুল হককে বিইউপির টাউন প্লানার, বিইউপির অ্যাসোসিয়েট প্রফেসর লে. কর্নেল সারওয়ার বিন কাশেমকে সশস্ত্র বাহিনীতে, লে. কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়াকে বিইউপির অ্যাসোসিয়েট প্রফেসর, লে. কর্নেল গৌতম কুমারকে বিইউপির সিনিয়র সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর করা হয়েছে। পৃথক আরেক প্রজ্ঞাপনে ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল রেজাউল করিমকে সশস্ত্র বাহিনীতে, লে. কর্নেল এম এ আজাদ আনোয়ারকে ফায়ার সার্ভিসের পরিচালক করা হয়েছে। অন্য দুই প্রজ্ঞাপনে বিইউপির এপিএস টু ভিসি মেজর মো. সাজিদ হোসেন সোহানকে সশস্ত্র বাহিনীতে, মেজর শেখ আহমাদুল আখতার গালীবকে বিইউপির এপিএস টু ভিসি, বিইউপির চিফ সিকিউরিটি অফিসার মেজর তানভীর আহমেদ জামানকে সশস্ত্র বাহিনীতে, মেজর মো. জাওয়াদ বিন ফারুককে বিইউপির চিফ সিকিউরিটি অফিসার, পাবনা মেরিন একাডেমির অ্যাডজুটেন্ট লে. কমান্ডার সাব্বির হোসেন হৃদয়কে সশস্ত্র বাহিনীতে এবং লে. কমান্ডার ফয়সল আহমদকে পাবনা মেরিন একাডেমির অ্যাডজুটেন্ট করা হয়েছে।
কালের আলো/ডিএইচ/কেএ