বছরের প্রথম দিনে বিশ্বে মানুষ ৮০৯ কোটি

প্রকাশিতঃ 12:54 pm | January 01, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

বিদায়ী বছরে বিশ্বব্যাপী সাত কোটি ১০ লাখের বেশি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। মার্কিন জনশুমারি অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালের পহেলা জানুয়ারি বিশ্বের জনসংখ্যা দাঁড়ানোর কথা ৮০৯ কোটিতে। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সামান্য কম। বিদায়ী বছরে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল শূন্য দশমিক নয় শতাংশ। নতুন বছরে বিশ্বব্যাপী প্রতি সেকেন্ডে জন্মহার চার দশমিক দুই ও মৃত্যুহার দুই দশমিক শূন্য হতে পারে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে জনসংখ্যা বেড়েছে প্রায় ২৬ লাখ। আজ পহেলা জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা হতে পারে ৩৪ কোটি ১০ লাখ।

কালের আলো/ডিএইচ/কেএ