২০২৫ নিয়ে পূর্ণিমার প্রত্যাশা
প্রকাশিতঃ 5:43 pm | January 01, 2025
বিনোদন প্রতিবেদক, কালের আলো:
পৃথিবী সূর্যকে প্রদিক্ষণ করতেই কালের গর্ভে হারিয়ে গেল ২০২৪ সাল। ক্যালেন্ডারের পাতা দখল করে নিল ২০২৫। বিশ্ব মেতে উঠল নতুন বছরের প্রথম প্রহর উদযাপনে।
নতুন উদ্যোমে ভালো কিছু করার প্রত্যয় নিয়ে বিভিন্ন আয়োজনে ইংরেজি নববর্ষ পালনে ষোলকলা পূর্ণ করেছে সবাই। এবার ছক কষার পালা। সঙ্গে নতুন বছর নিয়ে পরিকল্পনা ভাগ করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা।
তিনি বলেন, ‘নতুন বছর নিয়ে প্রত্যাশা বা পরিকল্পনা কোনোটাই নেই। কেননা কখন কী ঘটে যায় বলা যায় না। তবে বছরটা সবার সুন্দর কাটুক, ভালো কাটুক এই কামনা করি।’ ভালো-মন্দ সব মিলিয়েই কেটেছে পূর্ণিমার ২০২৪ সাল। এমন কোনো অভিজ্ঞতা কি হয়েছে যা থেকে প্রাপ্ত শিক্ষা নতুন বছর পথ চলতে কাজে লাগবে— জানতে চাইলে
অভিনেত্রী বলেন, ‘এটা শুধু এ বছর না প্রতিবছর, প্রতিদিনই হয়। রোজই ছোটখাটো কিছু না কিছু ভুল-ভ্রান্তি থাকে। ওই জায়গা থেকে শুধু বছর না প্রতিদিনকার জীবন থেকে প্রতিনিয়ত কোনো না কোনো শিক্ষা গ্রহণ করি। পাশাপাশি সময় ও বয়সের সঙ্গে মানুষের অভিজ্ঞতার ঝুলিও ভারি হয়।’
কয়েক বছর ধরে রান্না বিষয়ক অনুষ্ঠান ‘সেরা রাঁধুনী’র সঙ্গে জড়িত অভিনেত্রী। সামনেও এটি নিয়ে ব্যস্ততা রয়েছে তার। তিনি বলেন, ‘সামনে সেরা রাঁধুনি নিয়ে ব্যস্ততা আছে। ফেব্রুয়ারি থেকে শুরু হবে। কয়েক বছর ধরে টানা করছি রিয়েলিটি শোটি। এটি বড় একটি প্রজেক্ট।’
কালের আলো/ডিএইচ/কেএ