ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ ১০জন নিহত

প্রকাশিতঃ 10:25 am | January 02, 2025

নিউজ ডেস্ক, কালের আলো:

ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ গাজা উপত্যকায় বাস্তুচ্যুত পরিবারকে আশ্রয় দেওয়া তাঁবুতে কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ ভোরে এই হামলার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) চিকিৎসকদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি এ তথ্য জানিয়েছে।

চিকিৎসকদের মতে, পশ্চিম খান ইউনিসের একটি মানবিক এলাকা হিসাবে মনোনীত আল-মাওয়াসিতে একটি তাঁবুতে নারী ও শিশুসহ ১০জন নিহত হয়েছেন।

এ ছাড়াও ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

হামাস পরিচালিত ছিটমহলের স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, গাজার যুদ্ধে ইসরায়েল ৪৫ হাজার ৫০০ এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজার ২.৩ মিলিয়ন লোকের বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছে এবং ক্ষুদ্র উপকূলীয় স্ট্রিপের বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

কালের আলো/ডিএইচ/কেএ