হাসিনা পরিবারের ৬০ কাঠা প্লট: ছয়জনের নথির খোঁজে রাজউকে অভিযান দুদকের
প্রকাশিতঃ 10:29 am | January 02, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর পূর্বাচলে নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের ৬ জনের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই ছয়টি প্লটের নথির সন্ধানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদরদপ্তরে অভিযান চালিয়েছে দুদক এনফোর্সমেন্ট টিম।
বুধবার রাজউকের পূর্বাচল উপশহর প্রকল্প বিভাগে ছয় সদস্যের টিম এ অভিযান চালায়।
পূর্বাচল উপশহর প্রকল্পে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। প্লট নেওয়া ৬ জন হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ (জয়) ও মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), ছোট বোন শেখ রেহানা এবং রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকী।
গত ২৭ ডিসেম্বর এসব প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক।
সূত্র জানায়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে প্রভাব খাটিয়ে রাজনৈতিক বিবেচনায় সরকারের ১৩/এ ধারার ক্ষমতাবলে নিজেরসহ পরিবারের ছয় সদস্যের নামে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার প্লট বরাদ্দ নেন। এ ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতিতে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশ ছিল বলে জানা গেছে।
বুধবারের অভিযানে রাজউক কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হয় বলে সূত্র জানিয়েছে।
জানা গেছে, অভিযান টিমের সদস্যরা ছদ্মবেশে রাজউকের প্লট ক্রয়-বিক্রয়ের তথ্য সংগ্রহ করেন। এ সময় প্লট ক্রয়-বিক্রয়ে রাজউক কর্মচারীদের যোগসাজশে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে অবৈধভাবে অর্থ নেওয়ার প্রাথমিক সত্যতা পায় অভিযান টিম। এ ছাড়া, প্লট বরাদ্দপ্রাপ্তদের নথি গায়েব ও বরাদ্দপ্রাপ্ত প্রবাসী মালিকদের ছবি বদলে ভুয়া মালিক সাজিয়ে প্লট বিক্রির অভিযোগেরও সত্যতা পেয়েছেন তারা।
কালের আলো/এএমকে