গাজার পুলিশ প্রধানকে হত্যা ইসরায়েলের

প্রকাশিতঃ 1:50 pm | January 02, 2025

আন্তর্জাতিক ডেস্ক,কালের আলো:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পুলিশ প্রধান মাহমুদ সালেহকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। তার সঙ্গে প্রাণ হারিয়েছেন পুলিশের উপপ্রধানও।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) মধ্যরাতে ইসরায়েলি যুদ্ধবিমান খান ইউনিসের আল-মাওয়াসির কথিত ‘মানবিক জোনে’ হামলা চালায়। সেখানে একটি তাঁবুতে ছিলেন মাহমুদ সালেহ। এতে মাহমুদ, তার সহযোগীসহ অন্তত ১১ জন নিহত হন। গাজার স্বাস্থ্যকর্মীরা জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ইসরায়েলি বর্বরতায় গত দেড় বছরে গাজায় ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ৫ হাজারের বেশি মানুষ।

হামাস ও ইসরায়েলের মধ্যে গত কয়েকদিন ধরে যুদ্ধবিরতির আলোচনা চলছে। এরমধ্যে উপত্যকাটির পুলিশ প্রধানকে হত্যার ঘটনা ঘটল। দখলদার ইসরায়েল শুধুমাত্র হামাসের যোদ্ধাদের লক্ষ্য করার দাবি করলেও আইনশৃঙ্খলাবাহিনীর দায়িত্বে থাকা পুলিশ, পৌরসভার কর্মীদের ছাড়ছে না তারা। এতে গাজার নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। যার ফলে সেখানে জাতিসংঘের পাঠানো ত্রাণ লুটপাটের ঘটনাও ঘটছে।

সূত্র: আলজাজিরা

কালের আলো/এএমকে