বাফুফেতে নতুন ভূমিকায় সাফজয়ী কোচ
প্রকাশিতঃ 5:48 pm | January 02, 2025
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
আগে থেকে কথা চলছিল। অবশেষে ব্যাটে বলে মিলে যাওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ফিরেছেন সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটন। তবে এবার মেয়েদের কোচ হিসেবে নয়, বাফুফের এলিট একাডেমির প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এই দায়িত্ব নতুন চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন ছোটন।
বৃহস্পতিবার বাফুফে ভবনে ২০২২ সাফজয়ী কোচ বলেছেন,‘নতুনভাবে আবার এখানে (বাফুফে) আসলাম। আগে যেভাবে কাজ করেছি, এখনও সেভাবেই কাজ করতে পারবো। যুব ফুটবল উন্নয়নের দায়িত্ব পেয়েছি। আমি মনে করি, এখানে অনেক কাজ করার সুযোগ আছে। খেলোয়াড়দের উন্নয়ন এবং উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার দিকেই আমার লক্ষ্য থাকবে।’
২০২৩ সালের মে মাসে মেয়েদের দায়িত্ব ছাড়ার সময় গোলাম রব্বানী বলেছিলেন, স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না। এবারও এই প্রশ্ন তাই সামনে চলে এসেছে। বাফুফের নতুন কমিটি অবশ্য সে বিষয়ে আশ্বস্ত করেছে বলেই জানালেন গোলাম রব্বানী ছোটন, ‘বাফুফে সভাপতি (তাবিথ আউয়াল) ও সহ-সভাপতি (নাসের জাহেদি) আমাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা ফুটবলারদ্রর উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করে যাবো।’
বর্তমানে বন্ধ আছে এলিট একাডেমির কার্যক্রম। অচিরেই কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।
কালের আলো/এএমকে