বরিশালকে বিশাল ব্যবধানে হারিয়ে রংপুরের টানা তৃতীয় জয়
প্রকাশিতঃ 9:59 pm | January 02, 2025
ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে রীতিমতো উড়ছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় তুলে নিয়েছে তারা। প্রথ ম্যাচে ঢাকাকে ৪০ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে সিলেটকে ৩৭ রানে হারায় তারা। আর আজ নিজেদের তৃতীয় ম্যাচে বরিশালকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে তৃতীয় জয় তুলে নিলো রংপুর।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে বরিশাল। ব্যাটিংয়ে নেমে রংপুরের বোলিং তোপে ১২৪ রানেই অলআউট হয় বরিশাল। ১২৫ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ রানেই ২ উইকেট হারালেও সাহফ হাসানের অপরাজিত ৬০ ও অ্যালেক্স হেলসের অপরাজিত ৪৯ রানে ভর করে ১৫ ওভারেই ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় রংপুর।
রংপুরের হয়ে আজ ওপেনিংয়ে নামেন অ্যালেক্স হেলস ও আজিজুল হাকিম তামিম। তবে নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন তারা। দলীয় ১০ রানে আজিজুল হাকিম তামিমের বিদায়ে ভেঙে যায় এই জুটি। রানের খাতা খোলার আগেই ইকবাল হোসেন ইমনের শিকার হয়ে শূন্য রান করেই সাজঘরে ফিরে যান তিনি।
আজিজুল হাকিম তামিমের বিদায়ের পর সাজঘরে ফিরে যান তৌফিক খান। তাকওে ফেরান ইকবাল হোসেন ইমন। মজার বিষয় তিনিও ফিরে যান শূন্য রান করেই। এই দুই ব্যাটারের দ্রুত বিদায়ে ১৫ রানেই ২ উইকেট হারিয়ে বসে রংপুর।
১৫ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন অ্যালেক্স হেলস ও সাইফ হাসান। তাদের অবিচ্ছিন্ন ১১৩ রানের জুটিতে সহজ জয় পায় রংপুর। সাইফ ৪৬ বলে অপরাজিত ৬২ রান করেছেন। আর হেলসের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৪৯ রান।
এর আগে, বৃহস্পতিবার (০২ জানুয়ারি) টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। যার ফরে শুরুতে ব্যাটিংয়ে নামে তামিমের বরিশাল। ব্যাটিংয়ে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বরিশালের ব্যাটিং লাইন-আপ। যার ফলে ১৮ ওভার ২ বলেই মাত্র ১২৪ রানেই অলআউট হয় তামিমের দল।
কালের আলো/এএমকে