খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, দেশের রাজনীতিতে এক বিরল ঘটনা
প্রকাশিতঃ 10:32 pm | January 02, 2025
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিমন্ত্রণ, নৌ ও বিমান বাহিনী প্রধানকে সঙ্গে নিয়ে স্বাগত জানানোর চমকপ্রদ ঘটনার পর এবার আরও বিরল এক ঘটনার জন্ম দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এবার সরাসরি তিনি তাঁর বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজায়’ প্রবেশ করে তাঁর গাড়ি।
সহধর্মিণী বেগম সারাহনাজ কামালিকা রহমানকে সঙ্গে নিয়ে প্রায় পৌনে এক ঘন্টা সেখানে অবস্থান করেন তিনি। সাবেক কোনও প্রধানমন্ত্রীর বাসায় একজন রানিং সেনাপ্রধানের আগমনের ঘটনা এই প্রথম। অতীতে এমন ঘটনার কোন নজির নেই। এক্ষেত্রে রীতিমতো এক দৃষ্টান্ত স্থাপন করেছেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বিএনপির চেয়ারপারসনের সুস্বাস্থ্য কামনা করেছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে সস্ত্রীক এসেছিলেন সেনাপ্রধান। তারা প্রায় ৪৫ মিনিট এখানে ছিলেন। সেনাপ্রধান বাসভবনে পৌঁছালে চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর তাকে স্বাগত জানান। বিএনপি চেয়ারপারসন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেজন্য তিনি দোয়া করেছেন।
চিকিৎসার জন্য আগামী সপ্তাহে খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা রয়েছে। তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিদেশ যাওয়ার প্রাক্কালে খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎটিকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে মন্তব্য করেছেন একাধিক রাজনীতিক।
এই সাক্ষাৎ রাজনীতিতে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিষয়টিকে ‘রাজনীতির ইতিহাসে বিরল ঘটনা’ ও ‘এই সময়ের জন্য ইতিবাচক’ বলে মনে করছেন। গণতন্ত্র মঞ্চের একজন নেতা গণমাধ্যমকে বলেন, ‘এই ঘটনা দেশের রাজনীতিতে ইতিবাচক বার্তা দেবে।’
কালের আলো/এমএএএমকে