পাকিস্তানের মাল্টিপ্লেক্সগুলোতে রাজ-বুবলীর সিনেমা
প্রকাশিতঃ 12:28 pm | January 03, 2025
বিনোদন ডেস্ক, কালের আলো:
গত বছরের অন্যতম আলোচিত রোমান্টিক সিনেমা ‘দেয়ালের দেশ’। রোজার ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি শুধু দেশেই নয়, যুক্তরাষ্ট্র,কানাডা, অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশিদের মধ্যেও সাড়া ফেলে। এবার এটি গেল পাকিস্তানে। দেশটির অত্যাধুনিক প্রেক্ষাগৃহতে আজ থেকে প্রদর্শন হচ্ছে ছবিটি।
বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন এর পরিচালক মিশুক মনি। গতকাল (২ জানুয়ারি) রাতে তিনি বলেন, ‘কত সংখ্যক হলে এটি মুক্তি পাচ্ছে, তা আজ বিকাল নাগাদ জানতে পারব। পাকিস্তানে সিনেমাটি ডিস্ট্রিবিউশন করছেন আমেরিকার এভেইল এন্টারটেইনমেন্ট। আমি শুধু আমার ডিস্ট্রিবিউটরকে বলেছি আপাতত মাল্টিপ্লেক্সে রিলিজ করতে।’
সরকারি অনুদানে নির্মিত ছবিটি পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি। এর মাধ্যমেই চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার।
নির্মাতা বলেন, ‘দেয়ালের দেশ আমার প্রথম ছবি। গত বছর ছবিটি মুক্তির পর দর্শক ও ক্রিকিটিদের দারুণ প্রশংসা পেয়েছি। এটা আমার জন্য বড় প্রাপ্তি। আশা করি পাকিস্তানের দর্শকদের কাছেও সিনেমাটি ভালো লাগবে।’
ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ ও শবনম বুবলী।
‘আমরা শত্রুকে মিথ্যা বলি, বন্ধুকে মিথ্যা বলি, নিজেদেরও মিথ্যা বলি’‘আমরা শত্রুকে মিথ্যা বলি, বন্ধুকে মিথ্যা বলি, নিজেদেরও মিথ্যা বলি’
এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন স্বাগতা, শাহাদাত হোসেন, আজিজুল হাকিম, সাবেরী আলম প্রমুখ।
কালের আলো/এসএকে