পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না’

প্রকাশিতঃ 2:54 pm | January 03, 2025

নিউজ ডেস্ক, কালের আলো:

পিআর পদ্ধতি (সংখ্যানুপাতিক ভোট) ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত শ্রমিক সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘আমরা অতীতে দেখেছি এদেশকে দুর্নীতিতে টানা পাঁচবার চ্যাম্পিয়ন হতে। বিশ্বের মধ্যে আমরা দুর্নীতিবাজ দেশ ও জাতি হিসেবে চিহ্নিত হয়েছি। আমরা আবার সেই পরিস্থিতিতে ফেরত যেতে চাই না। নতুন কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে চাই না। ফ্যাসিস্টদের আর ক্ষমতায় ফিরিয়ে আনতে চাই না। এ জন্য নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। পিআর পদ্ধতি ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না।’

কালের আলো/এএমকে