উসমানের সেঞ্চুরিতে বিপিএলে মিরপুরে সর্বোচ্চ রানের রেকর্ড
প্রকাশিতঃ 3:52 pm | January 03, 2025
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
কুয়াশায় মোড়ানো শুক্রবারের শীতের দুপুরে মিরপুরে ব্যাট হাতে ঝড় তুললেন উসমান খান। চট্টগ্রাম কিংসের এই ওপেনারের হাত ধরে আসরের সপ্তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেল চলতি বিপিএল। ১৩ চার ও ৬ ছক্কার মারে ৬২ বলে ১২৩ রানের ঝলমলে ইনিংস খেলেছেন উসমান। পাকিস্তানি এই ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়ে ২১৯ রানের বড় সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম।
বিপিএল ইতিহাসে মিরপুর শের-ই-বাংলায় এটিই দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে মিরপুরে ২১৮ রানের রেকর্ড সংগ্রহ ছিল খুলনার। ২০২০ বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের (কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তৎকালীন নাম) বিপক্ষে এমন ইনিংস খেলেছিল তারা।
এ ছাড়া বিপিএলে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড রংপুরের। ২০১৯ সালে চট্টগ্রামের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ৪ উইকেটে ২৩৯ রান তুলেছিল তারা। এ ছাড়া বাদবাকি বড় ইনিংসগুলোও সব চট্টগ্রামেই।
কালের আলো/এএমকে