কুয়েতে ব্যস্ত সময় কাটাচ্ছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ
প্রকাশিতঃ 7:15 pm | March 12, 2019
বিশেষ সংবাদদাতা, কালের আলো :
চারদিনের সরকারি সফরে এখন পশ্চিম এশিয়ার দেশ কুয়েতে অবস্থান করছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। এই সফরের প্রথম দিনটি মঙ্গলবার (১২ মার্চ) দিনমান তাঁর কেটেছে ব্যস্ততায়।
এদিনই কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ খালিদ আল-খাদের’র সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।
মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎকালে পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
পাশাপাশি তাঁরা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
এছাড়াও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আলি আল-সাবাহ মিলিটারি কলেজ, মুবারক আল-আব্দুল্লাহ জয়েন্ট কমান্ড এন্ড স্টাফ কলেজ এবং কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন।
এর আগে সোমবার (১১ মার্চ) কুয়েতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন জেনারেল আজিজ আহমেদ। আরবের উত্তরাঞ্চলীয় পারস্য উপসাগরের প্রান্তে অবস্থিত তেলের খনি সমৃদ্ধ কুয়েতে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সফরের অন্যতম ফোকাস থাকবে কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী’র সঙ্গে সাক্ষাতে।
একই সঙ্গে সফরকালে তিনি ইন্টেরিয়র মিনিস্টার, ল্যান্ড ফোর্স কমান্ডার এবং কুয়েত ন্যাশনাল গার্ডের ডেপুটি কমান্ডারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) শনিবারের (০৯ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিলো।
সেদিন বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই সফরের মধ্য দিয়ে উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বি-পাক্ষিক সহযোগিতামূলক বিষয়গুলো আরো বেগবান হবে। সফর শেষে আগামী ১৫ মার্চ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দেশে ফেরার কথা রয়েছে।
কালের আলো/ওএইচ/এএ