দ্বন্দ্ব ভুলে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে: মঈন খান

প্রকাশিতঃ 9:39 pm | January 03, 2025

নিউজ ডেস্ক, কালের আলো:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, যে ইসলাম একদিন পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ইসলামকে শক্তিশালী রাখতে বিশ্বের মুসলমান জাতিকে সকল দ্বিধা দ্বন্দ্ব ও বিভেদ দূর করে ঐক্যবদ্ধ বদ্ধ হতে হতে হবে।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা উচ্চ বিদ্যালয় মাঠে সাতদিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজ থেকে ৪৪ বছর আগে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। এক দলীয় বাকশাল শাসন ব্যবস্থা থেকে এদেশকে মুক্ত করেছিলেন এবং বাংলাদেশের সংবিধানে একটি মহান বাক্য যুক্ত করেছিলেন আর সেটি হলো ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’।

ড. আব্দুল মঈন খান আরও বলেন, জিয়াউর রহমান বাংলাদেশকে পুনরায় গণতন্ত্রের পথে রূপান্তরিত করে ১৯৭৯ সালে একটি নির্বাচন দিয়েছিলেন। সেই নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি জনগণের প্রতিনিধি হিসেবে একটি উদার গণতান্ত্রিক দল সৃষ্টি করে এদেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া ও ডাংগা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন কার্যকরী কমিটির সভাপতি ইছাদ চৌধুরী।

কালের আলো/এএমকে