চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের নেতৃত্বে কে জানাল বিসিবি

প্রকাশিতঃ 10:50 pm | January 03, 2025

ক্রীড়া ডেস্ক, কালের আলো:

গত বছরের শেষদিকে দেশের ক্রিকেটে অন্যতম আলোচিত খবর ছিল– নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন। যদিও আফগানিস্তান সিরিজেও তার কাঁধেই ছিল টাইগারদের নেতৃত্বভার। এরপর দৃশ্যপট বদল হয়েছে সম্প্রতি। নতুন বছরের শুরুতেই টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন শান্ত। ফলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডেতেও কোনো পরিবর্তন আসবে কি না সেই গুঞ্জন ছিল।

মূল আয়োজক পাকিস্তানের সঙ্গে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ গড়াবে দুবাইতেও (হাইব্রিড মডেলে)। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্ট দরজায় কড়া নাড়ছে। ফলে তার আগমুহূর্তে টাইগারদের ওয়ানডে অধিনায়ক বদলের পথে হাঁটেনি বিসিবি। সভাপতি ফারুক আহমেদ নিশ্চিত করেছেন, শান্তই থাকছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক।

আজ (শুক্রবার) বিপিএলের ম্যাচ চলাকালে শের-ই বাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে আসেন ফারুক আহমেদ। এ সময় শান্তর ওয়ানডে ফরম্যাটে অধিনায়কত্ব করা নিয়ে বিসিবি প্রধান বলেন, ‘আমি এখনও মনে করি যে সে দলের বাইরে চলে গিয়েছিল ইনজুরির জন্য। যখন সে ফিরবে, তখন সে অধিনায়ক হিসেবেই থাকবে। আপনারা বলেছেন ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল। আমরা মনে করছি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত শান্তই অধিনায়ক থাকবে। ওর অধিনায়কত্ব না নেওয়ার কোনো কারণ দেখছি না।’

কালের আলো/এসএকে