বহির্বিভাগের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সহজ করার উদ্যোগ বিএসএমএমইউর

প্রকাশিতঃ 3:28 pm | January 04, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রোগীদের সুবিধার্থে বাহির্বিভাগের অনলাইন অ্যাপয়েনমেন্ট সেবা জোরদার ও সহজ করার উদ্যোগ নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সাথে বৈঠক করেছে বিএসএমএমইউ প্রশাসন।

শনিবার (৪ জানুয়ারি) বিএসএমএমইউ উপাচার্যের কার্যালয়ে ‍বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইসিটি সেলের মধ্যকার গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে অনলাইনে বহির্বিভাগের টিকিট প্রাপ্তির বিষয় সহজীকরণের উপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠক সূত্র জানায়, অনলাইনে সম্পূর্ণরূপে বহির্বিভাগের টিকিট প্রাপ্তি ও অ্যাপয়েনমেন্ট নিশ্চিত করা গেলে রোগীরা উপকৃত হবেন। এতে করে বহির্বিভাগে টিকিট প্রাপ্তির জন্য রোগীদের ভিড় এড়ানো সম্ভব হবে। একইসাথে রোগীরা ডাক্তার দেখানোর জন্য নির্ধারিত সময়ে এসে চিকিৎসকের পরামর্শ বা ব্যবস্থাপত্র নিতে পারবেন। এতে করে রোগীদের সময়ও সাশ্রয় হবে। রোগীরা বিএসএমএমইউর ওয়েবসাইটে প্রবেশ করে এই সেবা নিতে পারবেন।

বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনলাইনে অ্যাপয়েনমেন্টসহ টিকিট প্রাপ্তি, অনলাইনে টিকিটের মূল্য প্রদান, রোগীর প্রয়োজন অনুযায়ী বিভাগ নির্ধারণ করে দেওয়াসহ এই সেবা কার্যক্রম সম্প্রসারণসহ সম্পূর্ণরূপে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, উপাচার্যের একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব, আইসিটি সেলের প্রোগ্রামার মো. মারুফ হোসেন, সহকারী ইঞ্জিনিয়ার মো. মাহমুদুল কাদের প্রমুখ।

কালের আলো/এমডিএইচ