তামিম বিদায় নিলেও সাকিবকে ফেরানোর চেষ্টা করবে বিসিবি
প্রকাশিতঃ 6:48 pm | January 04, 2025
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব-তামিম ফের নামবেন বাংলাদেশের হয়ে। এমন স্বপ্ন হয়তো কদিন ধরে কিছু কিছু সমর্থক দেখতে শুরু করছিলেন। তবে গতকাল তামিম ইকবাল নিজেই সে স্বপ্ন দেখতে মানা করে দিয়েছেন।
জাতীয় দলে আর ফিরবেন না এই ওপেনার। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এক ডিডিওতে। তবে তামিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ‘নিশ্চিত’ হওয়ার দিনে গতকাল বিসিবি সভাপতি সাকিবের ফেরা নিয়ে খানিকটা আশার বাণী শুনিয়েছেন।
গতকাল মিরপুরে প্রেসবক্সে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানেই সাকিবের ফেরা নিয়ে বোর্ডের চেষ্টার কথা জানিয়েছেন ফারুক আহমেদ।
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবকে বাংলাদেশ দলে দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে ফারুক বলেছেন, ‘প্রথম বিষয় হলো– সাকিবের তো এখনো অবসর হয়নি, তেমন কিছু হয়নি তার। যদি সাকিব অবসর নিয়ে ফেলত তাহলে তো বলতাম যে সে আর নাই। ওর যা ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে সে মাঝে মাঝে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে, ওইটা (রাজনৈতিক জটিলতার বিষয়ে) কী করা যায়। ওই ব্যাপারগুলোয় আমার সাহায্য করার কোনো ব্যাপার নেই। এটা আগেও বলেছি, এখনও বলছি। এটা শুধুমাত্র সরকারী পর্যায় থেকে যদি নিদের্শনা আসে, ওর যে সমস্যাগুলো আছে, ওগুলো যদি ঠিক করতে পারে, তাহলে আমার মনে হয় একটা সিদ্ধান্ত নিতে পারে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবের শেষ টেস্ট খেলার ব্যবস্থা করেও বিসিবি ব্যর্থ হয়েছিল নিরাপত্তা ইস্যুতে। তবে এবার শেষ চেষ্টা করবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি, ‘পরবর্তীতে (সরকারিভাবে সিদ্ধান্ত আসার পর) তার ফিটনেস–মানসিক শক্তি দেখে সিলেকশন কমিটি আছে, তারা সিদ্ধান্ত নেবে। সাকিবের সঙ্গে আমার নিয়মিতই কথা হতো। গত কিছুদিনে কথা হয়নি। সে অবশ্যই (চ্যাম্পিয়নস ট্রফি) খেলতে চায়। এই বিপিএলের মধ্যেই ওকে নিয়ে কিছু একটা করতে হবে। সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করব চ্যাম্পিয়নস ট্রফির আগে। এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।‘
সাকিবকে জাতীয় দলে ফেরানো নিয়ে বিসিবির শেষ চেষ্টা করার ঘোষণা আসার কয়েক ঘণ্টা পরই দুঃসংবাদ এসেছে তামিম ভক্তদের জন্য। গতকাল রাতে তামিম জানিয়েছেন তাঁর জাতীয় দলে আর ফেরা হচ্ছে না।
বিপিএলে ফরচুন বরিশালের নেতৃত্ব দেওয়া তামিম তাঁর জাতীয় দলে না ফেরার বিষয়টি পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির সঙ্গে এক আলাপে নিশ্চিত করেছেন।
গতকাল রাতে পাকিস্তানের এই তারকা নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে আফ্রিদি তামিমকে উর্দুতে জিজ্ঞেস করেন, ‘তামিম আপনি একদম অবসরে? শেষ একেবারে?’
আফ্রিদির প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘জাতীয় দল থেকে (অবসরে)।‘
এমনকি প্রশ্নের জবাব দেওয়ার সময় হাতের ইশারাতেও তামিম বুঝিয়ে দেন জাতীয় দলের অধ্যায় তাঁর ‘শেষ’।
কালের আলো/এসএকে