খালেদা জিয়ার সঙ্গে রবিবার সাক্ষাত করবেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা

প্রকাশিতঃ 7:41 pm | January 04, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে রবিবার (৫ জানুয়ারি) সাক্ষাৎ করবেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। এদিন রাতে যে কোনও সময় তার সঙ্গে দেখা করতে যাবেন দলটির জ্যেষ্ঠ নেতারা।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য এ তথ্য জানান। তারা বলেন, চিকিৎসার জন্য আগামী কয়েকদিনের মধ্যে লন্ডন যাবেন বেগম জিয়া। তার সফরকে সামনে রেখেই নেতাদের দিকনির্দেশনা দেবেন খালেদা জিয়া।

দলের দায়িত্বশীলরা জানান, দলের নির্দেশনা পাওয়ার পর তারা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে পারবেন।

কালের আলো/এমডিএইচ