আন্দোলনের ফসল কেউ একা ঘরে নেবেন, সেটি দেশের মানুষ হতে দেবে না: ডা. জাহিদ

প্রকাশিতঃ 8:29 pm | January 04, 2025

হিলি প্রতিনিধি, কালের আলো:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘কোনও অবস্থাতেই আন্দোলনের ফসলকে কেউ একা একা ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, সেটি এ দেশের মানুষ কখনও হতে দেবে না।’

শনিবার (৪ জানুয়ারি) বিকালে হাকিমপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন। উপজেলার ১৫০০ শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

এ সময় ডা. জাহিদ বলেন, ‘জুলাই-আগস্টের বিপ্লবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সঙ্গে সঙ্গে এ দেশের সব শ্রেণিপেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ আন্দোলনে অংশগ্রহণ করেছে। স্বৈরাচার ৩৬ জুলাই তথা ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গেছে। কাজেই এই আন্দোলন সবার আন্দোলন- বৈষম্যবিরোধী আন্দোলন ছাত্রদের ছিল। সেটি পরে জনতার অংশগ্রহণে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রূপ লাভ করেছে। আমরা সবাইকে সশ্রদ্ধ সালাম জানাই। এই আন্দোলন সবার, এই বিজয় সবার।’

তিনি বলেন, ‘আজকে কেউ কেউ সংস্কার ঘোষণার কথা বলেন, আমাদের চিন্তা করতে হবে ১৯৪৭ সালে এই পাকিস্তান না হতো তৎকালীন তাহলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আগে ১৯৫২সালের ভাষা আন্দোলন হতো না। আর ভাষা আন্দোলন না হলে ১৯৬২ সালের ছাত্র আন্দোলন হতো না। আর এই ১৯৬২ সালের ছাত্র আন্দোলন না হলে ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান হতোনা। ৬৯ এর গণঅভ্যুত্থান না হলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ হতো না। কাজেই একটি ঘটনার সঙ্গে আরেকটি ঘটনা সম্পৃক্ত। কাজেই সেই ত্যাগটিকে অস্বীকার করবেন এটিতো হয় না।’

তিনি আরও বলেন, ‘একথাও মনে রাখতে হবে যারা আমাদের ওপর অত্যাচার করেছে যারা নির্যাতন করেছে- তাদের বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হতেই হবে। কোনও অবস্থাতেই স্বৈরাচারের বা যারা দুর্বৃত্ত যারা আমাদের ওপর অন্যায় নির্যাতন করেছে আমার ভাইকে শহীদ, গুম, পঙ্গু করেছে- তাদের বিচার বাংলার মাটিতে হতেই হবে। এটা নিয়ে কোনও আপস করার কোনও সুযোগ নেই।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘জনগণকে তাদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ যত তাড়াতাড়ি আমরা দিতে পারবো ততোই জনগণ তার সিদ্ধান্ত নিয়ে তাদের সঠিক নেতৃত্ব নিয়ে যখন দেশ পরিচালনার দায়িত্ব দেবেন। তখনই দেশে বিশৃঙ্খলা দূর হবে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে যাবে। আমাদের যে প্রাণের দাবি বিচারের, সেই বিচার হবে। আজকে যারা আপনার আমার সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাড়ি দিয়েছে তাদের সেই সম্পদ ফেরত এনে বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করা এবং সেই সমস্ত অর্থ লুণ্ঠনকারী ও মানুষ হত্যাকারীদের বিচার বাংলাদেশের মাটিতে যত দ্রুতগতিতে করা যাবে ততোই দেশ সামনের দিকে এগিয়ে যাবে।’

কালের আলো/এমডিএইচ