রাজধানীতে সড়ক দুর্ঘটনায় কসমেটিকস সরবরাহকারী নিহত

প্রকাশিতঃ 12:35 am | January 05, 2025

কালের আলো ডেস্ক:

রাজধানী বিজয় সরণিতে কসমেটিকস সরবরাহকারী এমদাদুল হক কাজল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এসময় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত এমদাদুল পিরোজপুরের নেসারাবাদ উপজেলার স্বরুপকাঠি গ্রামের মো. সৈয়দের ছেলে। তিনি মিরপুর–৬ সি ব্লকের ১ নম্বর রোডের ১৪ বাসায় পরিবার নিয়ে থাকতেন।

নিহতের ছোট ভাই জয় বলেন, ভাইকে বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দিলে চালক ও ভাই রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুত্বর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আজ তাকে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহত মোটরসাইকেল চালককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালের আলো/এসএকে