ঢামেকে কারাবন্দির মৃত্যু নিঃস্ব পরিবারে কান্না

প্রকাশিতঃ 12:56 am | January 05, 2025

মানিকগঞ্জ প্রতিনিধি, কালের আলো:

মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাসভবনে হামলার ঘটনায় হওয়া মামলার এক কারাবন্দি আসামি মারা গেছেন। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিত্য সরকার (৪৪) নামের ওই ব্যক্তি মারা যান। ৩১ ডিসেম্বর মানিকগঞ্জ থেকে সেখানে পাঠানো হয়েছিল তাঁকে। নিত্য সরকারের মৃত্যুতে তাঁর পরিবার নিঃস্ব হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।

নিত্য সরকার জেলার হরিরামপুর উপজেলার কালই ঋষিপাড়ার জগদীশ সরকারের ছেলে। তিন সন্তানের বাবা নিত্য সরকার পেশায় কাঠমিস্ত্রি। তিনি কালই ঋষিপাড়া দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ২০২২ সালের ৩০ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার আন্ধারমানিক গ্রামের বাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে হামলা করেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী। এ ঘটনায় গত ২৯ অক্টোবর হরিরামপুর থানায় মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলাল। এতে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে প্রধান আসামিসহ ৮৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়।

এলাকাবাসী জানায়, এ মামলায় গত ২৯ অক্টোবর রাত ১২টার দিকে মামলার বাদী দেলোয়ার হোসেন দুলাল পুলিশ নিয়ে নিত্য সরকারের বাড়িতে যান। এসে তাঁকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরদিন সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নিত্য সরকার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তিনি কারাগারে যাওয়ার পর সংসার চালাতে বিপাকে পড়েন স্ত্রী অলকা সরকার। তাঁর অভিযোগ, ব্যক্তিগত আক্রোশ থেকেই তাঁর স্বামীকে মিথ্যা মামলায় আসামি করা হয়। পরে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মানিকগঞ্জ কারাগারের সুপার মো. হুমায়ুন কবীর খান জানান, নিত্য সরকার হরিরামপুর থানার নাশকতা মামলায় গ্রেপ্তার হয়ে গত ৩০ অক্টোবর কারাগারে আসেন। ৩১ ডিসেম্বর তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে কারা চিকিৎসকের পরামর্শে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল পাঠানো হয়। অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢামেক হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ। শুক্রবার রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের কথা।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে স্বজনরা লাশ নিয়ে এলাকায় রওনা হয়েছেন বলে জানান গালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিক বিশ্বাস। তিনি বলেন, নিত্য সরকার তাঁর ইউনিয়নের বাসিন্দা। কারাবন্দি থাকা অবস্থায় শুক্রবার রাতে ঢাকায় মারা গেছেন। তাঁর জানা মতে, নিত্য সরকার একজন নিরীহ, অসহায় কাঠমিস্ত্রি। দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে সংসার চালাতেন। রাজনৈতিকভাবে কখনও সক্রিয় ছিলেন না। কেন তাঁকে ওই মামলায় আসামি করা হয়েছে, তা জানেন না। তাঁর মৃত্যুতে পরিবারটি নিঃস্ব হয়ে গেল।

কালের আলো/এসএকে