জমি রেজিস্ট্রি না দেওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে লাপাত্তা স্ত্রী

প্রকাশিতঃ 7:56 am | January 05, 2025

জেলা প্রতিনিধি, কালের আলো:

নোয়াখালীর সদর উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে পালানোর অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ভুক্তভোগী স্বামীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) ভোরে উপজেলার ধর্মপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবুল কালাম সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ধর্মপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা মো. শাহেদুল ইসলাম বলেন, আবুল কালামের স্ত্রী সুমি আক্তারকে জমি রেজিস্ট্রি না দেওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে রাতে ঝগড়া ও কথা-কাটাকাটি হয়। পরবর্তী সময়ে সকালে আবুল কালাম ঘুমে থাকা অবস্থায় স্ত্রী ধারালো ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে মারাত্মকভাবে আহত করে।

এরপর আবুল কালামকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঘটনার পরে স্ত্রী সুমি আক্তার পালিয়ে গেছেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনা জানার পর পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর অভিযোগ শুনেছে। তারাও থানায় এসেছে। আমরা চিকিৎসা নেওয়ার জন্য ঢাকায় যেতে বলেছি। অভিযুক্ত স্ত্রী লাপাত্তা।

লিখিত অভিযোগ পেলে দ্রুত মামলা রুজু করা হবে বলেও জানান তিনি।

কালের আলো/এসএকে