মডেল স্ত্রীর সঙ্গে ঘর ভাঙছে চাহালের
প্রকাশিতঃ 8:03 am | January 05, 2025
বিনোদন ডেস্ক, কালের আলো:
অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফি খেলছে ভারত। সিরিজে ইতিমধ্যেই পিছিয়ে রয়েছেন কোহলিরা। শেষ টেস্ট না জিতলে ১০ বছর পর হাতছাড়া হবে বর্ডার-গাভাস্কার ট্রফি।
এরই মাঝে নেটদুনিয়ায় শোরগোল। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সব ছবি মুছে ফেললেন ভারতীয় দলের ক্রিকেটার যজুবেন্দ্র চাহাল ও তার কোরিয়োগ্রাফার স্ত্রী ধনশ্রী বর্মা।
বিগত বেশকিছুদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছিল। তার মাঝেই একে অপরকে সামাজিক মাধ্যম থেকেই আনফলো করেছেন দু’জন।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ধনশ্রীর সঙ্গে তোলা সব ছবি মুছে ফেলেছেন চাহাল। অন্যদিকে নিজের নাম থেকে ‘চাহাল’ পদবী সরিয়ে ফেলেছেন মডেল স্ত্রী।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দম্পতির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, দু’জনের বিচ্ছেদ হতে চলেছে। শুধু সময়ের অপেক্ষা। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
যদিও ঠিক কী কারণে সম্পর্কে বিচ্ছেদ হচ্ছে চাহাল এবং ধনশ্রীর তা জানা যায়নি। তবে ইতোমধ্যেই নিজেদের পথচলা আলাদা হয়ে গেছে বলে জানিয়েছে ওই সূত্র।
২০২৩ সালেও এই তারকা দম্পতির বিবাহবিচ্ছেদের জল্পনা তৈরি হয়েছিল। মাঝে আবারও তার এক হলেও গত কয়েকমাস ধরেই দু’জনের আলাদা থাকার খবর শোনা যাচ্ছে। খুব শিগগিরই হয়তো আনুষ্ঠানিকভাবেও নিজেদের পথচলার ইতি টানবেন এই দম্পতি।
প্রসঙ্গত, ২০২০ সালে ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন যজুবেন্দ্র এবং ধনশ্রী। একটি নাচের রিয়ালিটি শোয়ে ধনশ্রী জানিয়েছিলেন কীভাবে তাদের পরিচয় এবং সেখানে থেকে পরিণয়।
২০২৪ সালে ওই রিয়ালিটি শোয়ের এক কোরিয়োগ্রাফারের সঙ্গে ধনশ্রীর ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেটদুনিয়ায়। সেই ছবির জন্য কটাক্ষের মুখে পড়তে হয় চাহালপত্নীকে।
এ ছাড়াও ভারতীয় দলের আরও এক তারকা ব্যাটারের সঙ্গে ধনশ্রীর সম্পর্কের জল্পনাও ছড়িয়ে পড়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলও শেয়ার করতে দেখা যায় দু’জনকে। যদিও পরে তারা নিজেদের ভালো ‘বন্ধু’ বলে সম্বোধন করেন।
কালের আলো/এসএকে