সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে: প্রধান উপদেষ্টা
প্রকাশিতঃ 4:42 pm | January 05, 2025
রাজবাড়ী প্রতিনিধি, কালের আলো:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। বাস্তবসম্মত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে সেনাদের তাগিদ দিয়েছেন তিনি।
রোববার (৫ জানুয়ারি) রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্রিগেড গ্রুপের শীতকালীন ম্যানুভার অনুশীলন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।
বাংলাদেশ সেনাবাহিনীকে জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা বলে অভিহিত করে প্রধান উপদেষ্টা বলেন, এই প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ’ মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সেনাসদস্যদের আভিযানিক দক্ষতা অর্জন করতে হবে।
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনাসদস্যদের প্রস্তুত থাকার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। তাই আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। এই কথা বলে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণের এই লক্ষ্য সামনে রেখেই এগিয়ে চলবে।
প্রধান উপদেষ্টা অনুশীলনে অংশ নেওয়া সেনাসদস্যদের দক্ষতা ও উঁচুমানের প্রশিক্ষণের প্রশংসা করেন। এ সময় উপস্থিত ছিলেন অন্যান্য উপদেষ্টা, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণ্যমাধ্যম ব্যক্তিরা।
এর আগে দুপুর ১২টা ৩৬ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ঢাকা থেকে হেলিকপ্টারে কালুখালীর মিলিটারি ট্রেনিং এরিয়ার চর খাপুড়ায় হেলিপ্যাডে অবতরণ করেন। তাকে অনুশীলন স্থলে অভ্যর্থনা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।
কালুখালী উপজেলার রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ার (আরএমটিএ) চর খাপুড়া ও চর রামনগর এলাকায় সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই শীতকালীন ম্যানুভার অনুশীলন হয়।
প্রধান উপদেষ্টা অনুশীলন প্রত্যক্ষ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ধরনের অত্যাধুনিক ট্যাংক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডোসহ সব আর্মস ও সার্ভিসেস এবং বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান, আর্মি অ্যাভিয়েশনের বিমান, হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো অংশ নেয় অনুশীলনে।
এর আগে গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) একই অনুষ্ঠানে যোগ দিতে আসার কথা ছিল প্রধান উপদেষ্টার। তবে বৈরী আবহাওয়া এবং ঘন কুয়াশার কারণে হেলিকপ্টর উড্ডয়ন করতে না পারায় তা স্থগিত করা হয়। আজ সেই অনুশীলন অনুষ্ঠিত হয়।
কালের আলো/এএএন/কেএ