মানবিকতার আলোকচ্ছটায় জনকল্যাণে সেনাবাহিনী

প্রকাশিতঃ 9:39 pm | January 05, 2025

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

আপোসহীন রক্তরঙের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল চিত্রপটে জন্মলাভ করা বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সজাগ প্রতিমুহূর্ত। মুক্তিযুদ্ধের চেতনার সূর্য কিরণে আর চব্বিশের গণঅভ্যুত্থানে দেশের জনগণের পাশে থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র থেকে সেবার ব্রত নিয়েও নিজেদের মেলে ধরেছেন ছাপ্পান্ন হাজার বর্গমাইলে।

শীতকালীন প্রশিক্ষণে রুটিন ওয়ার্কের কর্মকাঠামোর বাইরে গিয়ে প্রকৃত মনুষ্যত্ববোধের জাগরণ ঘটিয়ে শীতার্তের পাশে দাঁড়িয়ে আবারও দেশের মানুষের দু:খ-সুখ, মিলন-বিরহ-সঙ্কটে সমান অংশীদার হিসেবেই মানবিকতার আলোকচ্ছটায় নিজেদের উদ্ভাসিত করেছেন জেনারেল ওয়াকার-উজ-জামান এর নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (৫ জানুয়ারি) সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাজবাড়ী এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। সেনাবাহিনীর এই শীতবস্ত্র গরিব, দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছে দ্বিগুণ খুশির বারতা।

জানা যায়, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও দু:সময়ে সব সময়ই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো দেশপ্রেমী বাংলাদেশ সেনাবাহিনীর আত্মনিবেদনে গর্ব করেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসও। সেনাবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতেও প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেছেন তিনি। বাঙালি জাতির অন্তহীন গর্বের প্রতিভূ, শান্তি আর সমৃদ্ধির প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীকে একটি গতিশীল, চৌকস এবং যুগোপযোগী বাহিনীতে রূপান্তরে দৃঢ় সংকল্পবদ্ধ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এদিন শীতবস্ত্র বিতরণ ছাড়াও সেনাপ্রধান রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাসদস্যদের অবস্থানের জন্য প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে সকালে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করেন।

কালের আলো/এমএএএমকে