বিটিভিকে আরও বড় আকারে ঢেলে সাজাতে চায় সরকার
প্রকাশিতঃ 11:32 pm | January 05, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাষ্ট্রীয় টেলিভিশনের পৃথক প্রয়োজনীয়তা রয়েছে। প্রাইভেট টেলিভিশনের মাধ্যমে খুব বেশি সংখ্যক খবর সম্প্রচার করা যায় না। সারাদেশের খবর মানুষের কাছে পৌঁছে দিতে পারে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। বিটিভিকে ঢেলে সাজানোর অংশ হিসেবে গত ৩০ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে বিটিভি নিউজ সম্প্রচার শুরু হয়েছে। বিটিভিকে আরও বড় আকারের সম্প্রচার মাধ্যম হিসেবে ঢেলে সাজাতে চায় সরকার।
রোববার (৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, পুরো বিশ্বে রাষ্ট্রের একটা বড় আকারের নিজস্ব সরকারি সম্প্রচার মাধ্যম থাকে। বিশ্বের বিভিন্ন দেশ ভারত ,পাকিস্তান, তুরস্ক, ইন্দোনেশিয়া, রাশিয়া ও চীন তাদের রাষ্ট্রীয় টেলিভিশনকে আকারে বড় করছে।
প্রাইভেট চ্যানেলে মূলত হাতে গোনা কয়েকটা সংবাদ প্রচারের সুযোগ থাকে। এ প্রতিবেদনগুলোর সঙ্গে আর্থিক বিবেচনাও আসে। ফলে তারা ইচ্ছে করলেও প্রত্যন্ত অঞ্চলের অনেক নিউজ প্রচার করতে পারে না। সে ক্ষেত্রে রাষ্ট্রীয় টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
কালের আলো/এমডিএইচ