লিভারপুলকে বাস্তবতা চিনিয়ে ম্যান ইউনাইটেডের ‘আক্ষেপ’র ড্র

প্রকাশিতঃ 9:31 am | January 06, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

লিভারপুল ২ – ২ ম্যানচেস্টার ইউনাইটেড

আমি আশা করব, রিয়াল মাদ্রিদ এই ম্যাচটি দেখবে না’– ম্যাচ শেষে লিভারপুলের রাইটব্যাক আলেকজান্ডার আর্নল্ডকে নিয়ে এমন মন্তব্যই করেছেন লিভারপুলের সাবেক তারকা জেমি ক্যারাঘার। গেল কয়েক সপ্তাহ ধরেই আর্নল্ডের ব্যাপারে আগ্রহী ছিল রিয়াল মাদ্রিদ। আর গতকালই কি না ক্যারিয়ারের সবচেয়ে নড়বড়ে ম্যাচ খেললেন এই ইংলিশ রাইটব্যাক।

মাঠে ছিলেন ৮৬ মিনিট। একটা ডুয়েলও জেতা হয়নি এই সময়ে। বরং ম্যান ইউনাইটেডের দুই গোলেই আর্নল্ডের ভুল ছিল স্পষ্ট। উড়তে থাকা লিভারপুলকে এই ম্যাচেই খানিক বাস্তবতা চেনালো রেড ডেভিলরা। যোগ করা সময়ের শেষ মিনিটে হ্যারি ম্যাগুয়ার ১০ গজ দূর থেকে আলিসনকে একা পেয়েও বার উঁচিয়ে না মারলে ১ নয়, ৩ পয়েন্ট নিয়েই ফিরতে পারত তারা।

লিভারপুল ম্যাচে পিছিয়ে পড়েও নিয়েছিল লিড। কিন্তু ৮০ মিনিটে আমাদ দিয়ালো গোল করে ইউনাইটেডকে সমতায় ফেরান। টানটান উত্তেজনায় থাকা ম্যাচ শেষ হয় ২-২ গোলে

অবিরাম তুষারপাতের কারণে ম্যাচটি হতে পারবে কি না সংশয় ছিল তা নিয়ে। শেষ পর্যন্ত সময়মতোই শুরু হয়েছে ম্যাচটি। বৃষ্টিভেজা ম্যাচের প্রথমার্ধটা দুর্দান্ত খেলেছে দুই দলই। আক্রমণে লিভারপুল চেষ্টা চালিয়েছে বারবার। আর ইউনাইটেডের হ্যারি ম্যাগুয়ার বারবার নষ্ট করেছেন তাদের প্রচেষ্টাগুলো। প্রায়ই ডিফেন্স লাইন থেকে উঠে এসে ঠেকিয়েছিলেন কার্টিস জোন্স, কোডি গাকপোদের সংযোগ।

তার মাঝেও ১৪ মিনিটে গাকপো প্রথম সযোগ নষ্ট করেন। তাঁর শট চলে যায় পোস্টের সামান্য বাইরে দিয়ে। এরপরেই সালাহর অসাধারণ এক পাস খুঁজে নেয় অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে। কিন্তু তার শট বাঁ পা দিয়ে ফিরিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানা। প্রথমার্ধের শেষদিকে অবশ্য ইউনাইটেড চেপে ধরেছিল লিভারপুলকে। তবে রাসমুস হয়লুন্দের শট ফিরিয়ে দেন অ্যালিসন বেকার।
দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মধ্যেই দেখা গেল দুই গোলের। ৫২ মিনিটে কাছের পোস্টে জোরালো শটে গোল করে ইউনাইটেডকে লিড এনে দেন লিসান্দ্রো মার্তিনেজ। ৭ মিনিট পরেই ম্যাক অ্যালিস্টারের পাস ধরে একজনকে কাটিয়ে গোল করেন কোডি গাকপো। গোলহীন থাকা খেলায় এরপরেই ফেরে উত্তেজনা।

খেলার ধারাতেই ৬৭ মিনিটে পেনাল্টি পায় লিভারপুল। স্পটকিকে বল জালে জড়ান মোহাম্মদ সালাহ। এবারের লিগে ১৮তম গোলটি পেয়ে যান তিনি।

জোরাল শটে ইউনাইটেডের জার্সিতে মাত্র দ্বিতীয় গোলটি পেয়ে যান লিসান্দ্রো মার্তিনেজ। এরপর গাকপোর গোলে সমতা লিভারপুলের। যাকে কাটিয়ে গোলটি করেন গাকপো সেই ডি লিখট পরে হাত বাড়িয়ে পেনাল্টি উপহার দেন লিভারপুলকে। সেই পেনাল্টি থেকে সালাহ পেয়ে যান এবারের লিগের ১৮তম গোল। ৮০ মিনিটে আলেহান্দ্রো গার্নাচোর পাস থেকে ইউনাইটেডকে সমতায় ফেরান আমাদ দিয়ালো।

এরপরেই হ্যারি ম্যাগুয়ারের সেই মিস। আর ম্যান ইউনাইটেডের জন্য আক্ষেপের এক ড্র। লিভারপুল নিজেদের পারফরম্যান্স বিচারে অবশ্য এই এক পয়েন্ট নিয়েই খুশি থাকবে। ১ ম্যাচ কম খেলেও দুইয়ে থাকা আর্সেনালের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে অলরেডরা।

কালের আলো/এসএকে