৩১ ছক্কা, টানা ৩ ম্যাচে সেঞ্চুরি– সিলেটে ঝরল রেকর্ডের বৃষ্টি

প্রকাশিতঃ 9:52 am | January 07, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

তামিম ইকবালের ইনিংসটা দেখে খানিক আক্ষেপ জাগতেই পারে। বিপিএলের ইতিহাসে টানা চার ম্যাচে সেঞ্চুরি আগে কখনোই হয়নি। সেটা হতে পারতো দুর্বার রাজশাহীর বিপক্ষে ফরচুন বরিশালের ইনিংসে। কিন্তু বরিশালের সামনে ছিল মোটে ১৬৯ রানের টার্গেট। ৪৮ বল খেলে তামিম ইকবাল থামলেন ৮৬ রান করে। তাতেই থামল সেঞ্চুরির ধারা।

বিপিএলে টানা ৩ ম্যাচে সেঞ্চুরি হয়নি আগে কখনোই। ১১তম আসরে এসে দেখা গেল সেটাই। ঢাকায় সবশেষ ম্যাচডেতে দুর্বার রাজশাহীর বিপক্ষেই চিটাগাং কিংসের উসমান খান খেলেছিলেন ১২৩ রানের ইনিংস। পরের ম্যাচে ঢাকা ক্যাপিটালস হেরে গেলেও তাদের অধিনায়ক থিসারা পেরেরা পেয়েছিলেন সেঞ্চুরি।

আর গতকাল সিলেট পর্বের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ২০৬ রানের টার্গেটে খেলতে নেমে রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস খেলেছেন ১১৩ রানের ইনিংস। আর তাতেই বিপিএল সাক্ষী হলো নতুন এক রেকর্ডের।

টানা ৩ ম্যাচে সেঞ্চুরি
এবারের বিপিএলে এখন পর্যন্ত হয়েছে ৩ সেঞ্চুরি। সেটাও পরপর তিন ম্যাচে। আসরের সপ্তম, অষ্টম এবং নবম ম্যাচে দেখা গেল সেই সেঞ্চুরিগুলো। যার সবকটাই হাঁকিয়েছেন বিদেশি ব্যাটাররা। বিপিএলে টানা ৩ ম্যাচে সেঞ্চুরির এটাই প্রথম।

এর আগে টানা তিন ম্যাচডেতে সেঞ্চুরি দেখা গিয়েছিল ২০১৭ আসরে। এলিমিনেটর ম্যাচে (৮ ডিসেম্বর) খুলনা টাইটান্সের বিপক্ষে ১২৬ রান করেছিলেন রংপুরের ক্রিস গেইল। সেদিনের পরের ম্যাচে হয়নি কোনো সেঞ্চুরি। পরের ম্যাচডেতে (১০ ডিসেম্বর) দ্বিতীয় কোয়ালিফায়ারে সেঞ্চুরি করেন রংপুরের জনসন চার্লস। প্রতিপক্ষ ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আর ১২ই ডিসেম্বরের ফাইনালে ঢাকার বিপক্ষে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ ১৪৬ রানের ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল।

রেকর্ডের পাতায় অ্যালেক্স হেলস
বিপিএলে সেঞ্চুরির দেখা পাওয়া কিছুটা বিরলই বটে। আগের ১০ আসরে হয়েছিল মোটে ৩২ সেঞ্চুরি। এদের মাঝে কেবল ৬ জন পেয়েছিলেন একাধিক সেঞ্চুরি। কাল সেই তালিকায় নাম তুলেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার অ্যালেক্স হেলস। উসমান খানের পর চলতি আসরে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজ লিগে একাধিক সেঞ্চুরির স্বাদ পেলেন অ্যালেক্স হেলস।

বিপিএলে সবচেয়ে বেশি ৫ সেঞ্চুরি ইউনিভার্স বস ক্রিস গেইলের। ২টি করে সেঞ্চুরি আছে উসমান খান, অ্যালেক্স হেলস, জনসন চার্লস, এভিন লুইস, আন্দ্রে ফ্লেচারের। আর একমাত্র বাংলাদেশি হিসেবে এই তালিকায় আছেন তামিম ইকবাল খান।

১ ম্যাচে সর্বোচ্চ ছক্কা
কদিন আগেই বিপিএলে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড দেখা গিয়েছিল। চলতি আসরেই সেটা হয়েছিল দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশাল ম্যাচের সুবাদে। সেটা অবশ্য ছিল যৌথ। গতকাল সিলেটে সেই রেকর্ড ভাঙলো। সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্সের ম্যাচে হলো ৩১ ছক্কা।

বিপিএলে এক ম্যাচে সর্বোচ্চ সেঞ্চুরি
৩১ – রংপুর বনাম সিলেট (২০২৫)
২৯ – বরিশাল বনাম রাজশাহী (২০২৫)
২৯ – চট্টগ্রাম বনাম কুমিল্লা (২০২৪)
জাকির হাসানের ভিন্নরকমের ফিফটি
বিপিএলে মাত্র ৩য় ব্যাটার হিসেবে কোনো চারের মার ছাড়াই ফিফটি করেছেন সিলেটের জাকির হাসান। গতকাল দিনের প্রথম ম্যাচে ৩৮ বলে ৫০ রানের ইনিংস খেলেন বাংলাদেশি এই টপঅর্ডার ব্যাটার। তাতে ছিল ৪ ছক্কা। এর আগে শ্রীলঙ্কার সেকুগে প্রসন্না এবং বাংলাদেশের আফিফ হোসেন ধ্রুব পেয়েছিলেন এমন ফিফটি।

কালের আলো/এএএন/কেএ