গাজায় ইসরায়েলি হামলায় আরও অর্ধশত নিহত, মৃত্যু বেড়ে ৪৫৮৫৪

প্রকাশিতঃ 10:06 am | January 07, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাগোষ্ঠী হামাসকে দমনের নামে বর্বর হামলা চালিয়ে নারী-শিশুসহ আরও অর্ধশত ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল-আরাবিয়া।

প্রতিবেদনে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার রাতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনি ভূখণ্ডে ৪৯ জন নিহত হয়েছেন। এতে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৮৫৪ জনে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও জানিয়েছে যে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরায়েলের হামলায় গত ১৫ মাসে অন্তত এক লাখ নয় হাজার ১৩৯ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

এদিকে গাজায় হামাসের হামলায় আরও দুই ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। এ নিয়ে স্থল অভিযান শুরুর পর ইসরায়েলি সেনার মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৭ জনে। মঙ্গলবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

নিহত দুই সেনার একজন- ক্যাপ্টেন ইতান ইজরায়েল শিকানজি (২৪)। তিনি ৯৩২ ব্যাটালিয়নের নাহাল ব্রিগেডের ডেপুটি কোম্পানি কমান্ডার ছিলেন। নিহত অপরজনের নাম এখনো প্রকাশ করা হয়নি।

বিশ্ব খাদ্য সংস্থার ত্রাণ বহরে ইসরায়েলি সেনাদের গুলি

এদিকে ইসরায়েলি হামলা থেকে রেহাই পাচ্ছে না জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিও। সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ৫ জানুয়ারি গাজায় তাদের ত্রাণ বহরের ওপর গুলি চালিয়েছে।
এই ঘটনাটিকে তারা ‘ভয়াবহ’ হিসাবে বর্ণনা করেছে।

সংস্থাটি বলেছে, আটজন কর্মী বহনকারী তিনটি গাড়ির কনভয় ওয়াদি গাজা চেকপয়েন্টের কাছে ইসরায়েলি সেনাদের গুলির মুখে পড়ে। ১৬টি গুলি লাগে কনভয়ে। তবে এতে কেউ আহত হননি।

ডব্লিউএফপি এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনীর কাছ থেকে ছাড়পত্র নিয়ে আসার পরও জাতিসংঘের পতাকাবাহী ত্রাণবহরে গুলি চালানো হয়।

কালের আলো/এএএন/কেএ